digit zero1 awards

জিও-র সেরা 3 বেস্ট সেলিং প্ল্যান, 168 জিবি পর্যন্ত ডেটা সহ ফ্রি কলিং

জিও-র সেরা 3 বেস্ট সেলিং প্ল্যান, 168 জিবি পর্যন্ত ডেটা সহ ফ্রি কলিং
HIGHLIGHTS

Jio-র এই সব প্ল্যানে গ্রাহকদের 168 জিবি পর্যন্ত ডেটা মিলবে

199 টাকার প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1.5 জিবি ডেটা যা মোট 42 জিবি ডেটা

জিও-র সেরা 3 বেস্ট সেলার প্ল্যান দেখে নিন

Reliance Jio Best seller Prepaid plan: রিলায়েন্স জিও তার ইউজারদের অনেক দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করে। প্ল্যানের দীর্ঘ তালিকাগুলির মধ্যে, জিওর পোর্টফোলিওতে এমন কিছু প্ল্যান রয়েছে, যা গ্রাহকরা সবচেয়ে বেশি পছন্দ করে। এই প্ল্যানগুলি কোম্পানির বেস্ট সেলিং প্ল্যান। এই সব প্ল্যানে গ্রাহকদের 168 জিবি পর্যন্ত ডেটা সহ বিনামূল্যে এসএমএস এবং কলিং সুবিধা দেওয়া হচ্ছে। আসুন বিস্তারিত জেনে নিই।

199 টাকার জিও বেস্ট সেলার প্ল্যান

199 টাকার প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। যা মোট 42 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া দৈনিক 100 মেসেজের পাশাপাশি 28 দিনের ভ্যালিডিটি থাকছে। এই 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এর সাথে, ইউজাররা JioTV, JioCinema, JioNews এবং JioSecurity সহ অন্যান্য অনেক Jio অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।

555 টাকার জিও বেস্ট সেলার প্ল্যান

এই প্ল্যানে কোম্পানির মতে দৈনিক 1.5 জিবি মোট 126 জিবি ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানটির মেয়াদ 84 দিন এবং সারা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানেও, প্রতিদিন 100 বিনামূল্যে এসএমএস সহ জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া কোম্পানি 20% JIOMART MAHA CASHBACK অফারও দিচ্ছে।

599 টাকার জিও বেস্ট সেলার প্ল্যান

Reliance Jio গ্রাহকদের জন্য সবচেয়ে সংস্তা প্ল্যান। এই রিচার্জ প্ল্যানের দাম 599 টাকা। Jio 599 টাকার প্ল্যানের থাকছে 2 জিবি হাইস্পিড ডেটা। এর পাশাপাশি এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের। অর্থাৎ গ্রাহকরা পাবেন মোট 168 জিবি ডেটা। যদি হিসাবে দেখা যায় তবে এই প্ল্যানে 1 জিবি ডেটা গ্রাহকরা পেয়ে যাবেন মাত্র সাড়ে 3 টাকায়! তবে প্রতিদিন পাওয়া ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকরা 64 কেবিপিএস স্পিড ইন্টারনেটর পাওয়া যাবে। এছাড়া কোম্পানি 20% JIOMART MAHA CASHBACK অফারও দিচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo