রিলায়েন্স জিও (Reliance Jio) তার প্রিপেইড ইউজারদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী কলিং, এসএমএস এবং ডেটা সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান দেওয়া হয়। গ্রাহকরা কলিং, ফাস্ট ইন্টারনেট এবং SMS এর মতো অনেক সুবিধা সহ তাদের প্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিনামূল্যে অ্যাক্সেস পেতে তাদের পছন্দের প্ল্যানটি বেছে নিতে পারেন।
বলে দি যে কিছু Jio Recharge Plan এমন অনেক রয়েছে, যেখানে বেশি সুবিধা দেওয়া হয়। আসুন আমরা 2023 সালে প্রিপেইড গ্রাহকদের জন্য জনপ্রিয় Jio রিচার্জ প্ল্যানের তালিকা দেখে নেই।
299 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 28 দিনের। ফলে মোট 56 GB ডেটা মিলবে এখানে। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
666 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 84 দিনের। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 1.5 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
719 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 84 দিনের। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
749 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 90 দিনের। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।
2023 টাকার প্ল্যান: এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা পেয়ে যাবেন। সঙ্গে মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2.5 GB করে ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 252 দিনের। ফলে মোট 630 GB ডেটা মিলবে এই প্ল্যানে। সঙ্গে বিভিন্ন Jio অ্যাপসের সুবিধাও মিলবে।
2999 টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা 365 দিনের। তবে এক্ষেত্রে অতিরিক্ত 23 দিনের সুবিধা মিলবে। এখানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে। মিলবে রোজ 100টা করে মেসেজ পাঠানোর সুবিধা। দৈনিক 2.5 GB করে ডেটা এবং মোট 912.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া বিভিন্ন Jio অ্যাপসের সুবিধা তো থাকছেই।