digit zero1 awards

ক্যাশব্যাক অফার সহ Reliance Jio এবং Airtel প্রিপেইড প্ল্যান, দেখে নিন লিস্ট

ক্যাশব্যাক অফার সহ Reliance Jio এবং Airtel প্রিপেইড প্ল্যান, দেখে নিন লিস্ট
HIGHLIGHTS

রিলায়েন্স জিও সেপ্টেম্বর থেকে গ্রাহকদের জন্য প্রিপেইড প্ল্যানের সাথে ক্যাশব্যাক অফার চালু করেছে

এয়ারটেল (Airtel) বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের সাথে অ্যাডিশনাল ডেটা বেনিফিটের জন্য ডেটা কুপন অফার করছে

এই অফারগুলি এনজয় করা যাবে কেবল অফিসিয়াল অ্যাপ বা সাইট থেকে প্রিপেইড প্যাক রিচার্জ করালেই

ভারতের সবচাইতে বড়ো টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) বেশ কিছু প্রিপেইড প্ল্যানের ওপর নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। এই স্পেশ্যাল অফারগুলি শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। তবে রিলায়েন্স জিও অফিসিয়াল সাইট অনুসারে এখনো গ্রাহকেরা এই ক্যাশব্যাক অফারকে এনজয় করতে পারবেন।

রিলায়েন্স জিও 249 টাকা, 555 টাকা এবং 599 টাকার প্রিপেইড প্ল্যানকে “My Jio” অ্যাপ বা জিও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিচার্জ করালে যাবে 20% ক্যাশব্যাক। যার মানে হল তিনটি প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন যথাক্রমে 50 টাকা, 111 টাকা এবং 120 টাকা করে ছাড়। ক্যাশব্যাক পাওয়ার ফলে রিলায়েন্স জিও 249 টাকা , 555 টাকা এবং 599 টাকার প্রিপেইড প্ল্যানগুলির দাম হবে 199 টাকা, 444 টাকা এবং 479 টাকা। ইউজারেরা এই ক্যাশব্যাক গুলিকে ব্যবহার করতে পারবেন Jio Mart, Reliance Digital এবং অন্যান্য জিও সার্ভিসের ক্ষেত্রে।

জিও (Reliance Jio) 249 টাকার প্রিপেইড প্ল্যান-

রিলায়েন্স জিও 249 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 2GB করে ডেইলি ডেটা। সাথে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএসের বেনিফিট। এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

জিও (Reliance Jio) 555 টাকার প্রিপেইড প্ল্যান-

রিলায়েন্স জিও 555 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 84 দিন। এই প্ল্যানে ইউজারেরা পাবেন 2GB করে ডেইলি ডেটা। 249 টাকার প্রিপেইড প্ল্যানের মতনই পাওয়া যাবে কলিং এবং এসএমএস বেনিফিট। সেইসঙ্গে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে মিলবে জিও অ্যাপগুলির অ্যাক্সেস।

জিও (Reliance Jio) 599 টাকার প্রিপেইড প্ল্যান-

এই জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 2GB করে ডেইলি ডেটা, মোট 84 দিনের জন্য। প্ল্যান আসবে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি এসএমএসের বেনিফিটের সাথে। এই প্ল্যানে পাওয়া যাবে Jio সিনেমা, Jio টিভি এবং অন্যান্য জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

এয়ারটেল (Airtel) টেলিকম সংস্থা বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের সাথে অ্যাডিশনাল ডেটা বেনিফিটের জন্য ডেটা কুপন অফার করে। এই ফ্রি ডেটা কুপনগুলি এনজয় করতে পারবেন এয়ারটেল সিলেক্ট কাস্টমারেরা। ইউজারদেরা যদি ডেটা কুপন জিতে যান, তবে তাদের এসএমএসের মাধ্যমে কোম্পানি নোটিফিকেশন দেবে। যার ফলে ইউজারেরা এয়ারটেল অ্যাপের “My Coupons” সেকশনে গিয়ে কুপনগুলিকে ব্যবহার করতে পারবেন। এয়ারটেলের তরফে জানানো হয়েছে যে প্রতিদিন কতজন করে বিজেতা সিলেক্ট করা হবে এমন কোনো লিমিট নেই। তবে পুরো অফার চলাকালীন সময়ে একজন ইউজার কেবল একবারই বিজেতা হতে পারবেন।

এয়ারটেল (Airtel) 289 টাকার প্রিপেইড প্ল্যান-

এয়ারটেলের 289 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 1.5GB করে ডেইলি ডেটা। এই প্ল্যানে ইউজারদের অফার করা হবে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট। প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। অ্যাডিশনাল বেনিফিট হিসেবে অফার করা হবে Airtel XStream সার্ভিস, ফ্রি HelloTunes বেনিফিটের সাথে। এই প্যাকে ইউজারেরা পাবেন দুটি 1GB ডেটা লিমিটের ফ্রি কুপন, যা ভ্যালিড থাকবে 28 দিন পর্যন্ত।

এয়ারটেল (Airtel) 599 টাকার প্রিপেইড প্ল্যান-

599 টাকার এয়ারটেল প্ল্যানে ইউজারেরা পাবেন Disney+ Hotstar সাবস্ক্রিপশন। অফার করা হবে ডেইলি 3GB করে ডেটা, আনলিমিটেড কলিং এবং এসএমএস বেনিফিটের সাথে। এই প্ল্যানে পাওয়া যাবে Airtel XStream এবং HelloTunes অ্যাপের অ্যাক্সেস। এই প্ল্যানে ইউজারেরা পাবেন চারটি 1GB ডেটা লিমিটের ফ্রি কুপন, যা ভ্যালিড থাকবে 56 দিন পর্যন্ত।

এয়ারটেলের 249 টাকা, 279 টাকা, 289 টাকা, 298 টাকা, 349 টাকা, 398 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে ইউজারেরা পাবেন 1GB ডেটা লিমিটের দুটি ফ্রি কুপন। 399 টাকা, 449 টাকা , 558 টাকার এয়ারটেল প্রিপেইড প্ল্যানের সাথে ইউজার পাবেন চারটি করে 1GB ডেটা লিমিটের ফ্রি কুপন, যা ভ্যালিড থাকবে 56 দিন। এছাড়া 598 টাকা এবং 698 টাকার এয়ারটেল প্যাকে ইউজারদের অফার করা হবে ছয়টি করে 1GB ডেটা কুপন। যা ভ্যালিড থাকবে 84 দিন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo