Jio, Airtel ফের বাড়াতে চলেছে প্ল্যানের দাম, 10% পর্যন্ত বাড়তে পারে খরচ

Jio, Airtel ফের বাড়াতে চলেছে প্ল্যানের দাম, 10% পর্যন্ত বাড়তে পারে খরচ
HIGHLIGHTS

নতুন বছরে ফের বাড়তে পারে Jio Airtel -এর রিচার্জের খরচ

আগামী তিন বছরে 10% বাড়তে পারে এই দুই টেলিকম সংস্থার প্ল্যানের দাম

প্রতি কোয়ার্টারে ট্যারিফ এর খরচ বাড়বে বলে জানা গিয়েছে একটি রিপোর্টে

2023 সাল থেকেই পোস্টপেইড এবং প্রিপেইড দুটি ধরনের প্ল্যানের খরচ বাড়তে চলেছে। অর্থাৎ এবারে মোবাইলের পিছনে আরও বেশি টাকা খরচ করতে হবে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে টেলিকম সংস্থাগুলো হয়তো তাদের ট্যারিফ বাড়াবে আগামী দিনে। Reliance Jio এবং Airtel , ভারতের দুই জনপ্রিয় এবং বৃহৎ টেলিকম সংস্থা তাদের আয় বাড়ানোর উদ্দেশ্যে 10% পর্যন্ত বাড়াতে পারে প্ল্যানের দাম। 

Jefferies -এর একটি রিপোর্টে জানানো হয়েছে যে আগামী তিনটি আর্থিক বছর অর্থাৎ FY 2023, 2024, 2025-এ Airtel এবং Jio তাদের ট্যারিফ খরচ 10% বাড়াবে। শুধু তাই নয়, এই রিপোর্টে জানানো হয়েছে যে আগামী তিন বছরে প্রতি কোয়ার্টারে বেশি ট্যারিফ দিতে হবে গ্রাহকদের। 

কিন্তু কেন এভাবে টাকা বাড়ানো হবে প্ল্যানের? 

জানা গিয়েছে প্রতি ইউজার প্রতি যাতে রেভিনিউ বাড়ে সেই কারণেই ট্যারিফ বাড়ানো হবে। অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) এই বিষয়টা প্রতিটা টেলিকম কোম্পানির পারফরমেন্সের জন্য ভীষণ জরুরি একটি ইন্ডিকেটর বা মাপকাঠি। এই বছর এই ARPU ভীষণই কম বেড়েছে Airtel, Vi এবং Jio এর ক্ষেত্রে। ফলে এটা যে ভালো কথা নয়, সেটা বলাই বাহুল্য। যদি পারফরমেন্সের দিন থেকে ভালো ফল করতে হয় তাহলে এখন এই টেলিকম সংস্থাগুলোর সামনে একটাই পথ আর সেটা হল ট্যারিফ বাড়ানো। এছাড়া আর কোনও উপায় নেই। 

Airtel ইতিমধ্যেই ট্যারিফ বাড়ানোর লক্ষ্যে এগিয়েছে। এই সংস্থা তাদের বেশ কিছু সস্তার প্ল্যান বন্ধ করে দিয়েছে। গ্রামীণ ভারতের জন্য যে সস্তার 99টাকার প্ল্যান এনেছিল Airtel সেটা বন্ধ করে দিয়েছে। এই প্ল্যানে এতদিন গ্রাহকরা 1 GB ডেটা সহ রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা এবং একাধিক OTT প্ল্যাটফর্ম যেমন Airtel Xtream, Wynk মিউজিক, Zee 5 ইত্যাদির পরিষেবা পেত 18দিনের জন্য। এখন Airtel এর সর্বনিম্ন প্ল্যান আনা গিয়েছে 155টাকার। 

JIo, Airtel will raise their tarrif

একটা টেলিকম সংস্থার কতজন গ্রাহক সেটার উপরেই তাদের রেভিনিউ নির্ভর করে। যদিও গত কয়েকমাসে Airtel এবং Jio এর গ্রাহক বেড়েছে, তবে তার থেকে অনেক বেশি বেড়েছে এই দুই সংস্থার মধ্যে প্রতিযোগিতা। অন্যদিকে Vi ইতিমধ্যেই তাদের অনেক গ্রাহক হারিয়ে ফেলেছে। এবং লড়াইয়ে ফেরার চেষ্টা করছে। 

দেশে অন্যদিকে 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। Jio Airtel এই পরিষেবা দিচ্ছে এখন দেশের বিভিন্ন প্রান্তে। তারা জানিয়েছে আগামী এক দুই বছরের মধ্যে গোটা ভারত জুড়ে এই পরিষেবা চালু হয়ে যাবে। কিন্তু Vi এখনও তাদের 5G পরিষেবা চালু করেনি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo