ভারতের টেলিকম বাজারে যে কটি বড় টেলিকম কোম্পানি আছে সেই কোম্পানি গুলির মধ্যে অন্যতম বড় নাম অবশ্যই রিলায়েন্স জিও, ভোডাফোন আর এয়ারটেল। আর এরা প্রিপেড প্ল্যানে বেশ কিছু ভাল প্ল্যান রেখেছে। আর সেই সব প্ল্যানে ডাটা র সঙ্গে কল আর sMS য়ের সুবিধাও আছে। আসুন আজকে আমরা এই কোম্পানি গুলির সেই সব প্ল্যান দেখে নি যার দাম 500 টাকার মধ্যে।
রিলায়েন্স জিও 449 টাকার প্ল্যানে ইউজার্সদের আনলিমিটেড কল, প্রতিদিন 100 টি SMS আর প্রতিদিন 1.5GB ডাটা দিচ্ছে। আর এই প্ল্যানের বৈধতা 91 দিনের। আর এবার এই প্ল্যানে ইউজার্সরা মোট 136GB ডাটা পাচ্ছেন।আর সঙ্গে আছে জিও অ্যাপের অ্যাক্সেস।
এয়ারটেল তাদের প্রিপেড সাবস্ক্রাইবাদের এই দামের মধ্যে 448 টাকার প্ল্যানে 82 দিনের বৈধতা দিচ্ছে। আর এর সঙ্গে আছে আনলিমিটেড কল, প্রতিদিন 100 টি SMS আর প্রতিদিন 1.5GB ডাটা।
ভোডাফোনের 458 টাকার প্ল্যানটি এই তালিকায় আছে এই প্ল্যানটি 84 দিনের বৈধতার সঙ্গে এসেছে। আর এতে আনলিমিটেড লোকাল, STD আর রোমিং কলে আছে। আর এই প্ল্যানে ইউজার্সরা 1.5GB ডাটা আর 100 টি SMS আছে। আর এর সঙ্গে ইউজার্সরা ভোডাফোনের ফ্রি অ্যাপের সাবস্ক্রিপশান পাচ্ছেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।