Jio, Airtel এর দামি প্ল্যানকে টেক্কা দিতে BSNL আনল সস্তা রিচার্জ প্ল্যান, করতে হবে না বেশি টাকা খরচ

Jio, Airtel এর দামি প্ল্যানকে টেক্কা দিতে BSNL আনল সস্তা রিচার্জ প্ল্যান, করতে হবে না বেশি টাকা খরচ
HIGHLIGHTS

Reliance Jio, Airtel এবং Vodafone Idea তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে

প্রাইভেট কোম্পানি কে টেক্কা দিতে সরকারী কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য সস্তা প্ল্যান নিয়ে হাজির হয়েছে

বিএসএনএল তার গ্রাহকদের জন্য 249 টাকার নতুন প্ল্যান লঞ্চ করেছে

একদিকে প্রাইভেট টেলিকম কোম্পানি Reliance Jio, Airtel এবং Vodafone Idea তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। জিও এবং এয়ারটেল এর নতুন প্ল্যানের দাম 3 জুলাই থেকে চালু হবে। তবে অন্যদিকে প্রাইভেট কোম্পানি কে টেক্কা দিতে সরকারী কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য সস্তা প্ল্যান নিয়ে হাজির হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন বিএসএনএল প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে।

BSNL আনল সস্তা রিচার্জ প্ল্যান

বিএসএনএল তার গ্রাহকদের জন্য 249 টাকার নতুন প্ল্যান লঞ্চ করেছে। বিএসএনএল এর নতুন প্ল্যানের বিষয় BSNL Rajasthan তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছে। বিএসএনএল এর নতুন সস্তা প্ল্যানটি জিও এবং এয়ারেটল এর দামি প্ল্যানকে টেক্কা দেবে। নতুন প্ল্যানে কোম্পানি 45 দিনের ভ্যালিডিটি অফার করছে।

আরও পড়ুন: Realme C61 Launched: 32MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নতুন রিয়েলমি বাজেট ফোন লঞ্চ, জানুন দাম কত

BSNL Rs 249 Prepaid Plan
গ্রাহকদের জন্য 249 টাকার নতুন প্ল্যান লঞ্চ করেছে বিএসএনএল

সরকারী কোম্পানির নতুন সস্তা বাজেট প্ল্যানে 45 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। আপনি যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে কলিং করতে পারবেন।

ডেটা সুবিধার কথা বললে, গ্রাহকরা এতে মোট 90 জিবি ডেটা পাবেন। যা প্রতিদিন 2 জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। ফ্রি কলিং, 90 জিবি ডেটা সহ আপনি প্রতিদিন 100 SMS সুবিধা পাবেন।

এয়ারটেল এর কাছে রয়েছে একই দামের প্ল্যান

Airtel Most Affordable Data Voucher
এয়ারটেল তার গ্রাহকদের 249 টাকায় মাত্র 28 দিনের ভ্যালিডিটি অফার করে

বলে দি যে এয়ারটেল এর কাছে এই সময় 209 টাকার একটি প্ল্যান রয়েছে। তবে দাম বাড়ানো পর এটি 249 টাকায় কেনা যাবে। এয়ারটেল তার গ্রাহকদের 249 টাকায় মাত্র 28 দিনের ভ্যালিডিটি অফার করে। যেখানে বিএসএনএল এয়ারটেল প্ল্যানের তুলনায় 17 দিন বেশি ভ্যালিডিটি দিচ্ছে। ডেটার কথা বললে, এয়ারটেল তার প্ল্যানে গ্রাহকদের 1 জিবি ডেটা দিচ্ছে যেখানে বিএসএনএল 2 জিবি ডেটা প্রতিদিন অফার করে।

আরও পড়ুন: Vodafone Idea (Vi) এর ধামাকা অফার! প্রিপেইড প্ল্যানে দিচ্ছে 30 জিবি অতিরিক্ত ডেটা, জানুন ডিটেল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo