Prepaid Plans with OTT: Jio, Airtel এবং Vodafone Idea (Vi) তিনটি সংস্থা তাদের গ্রাহকদের Disney+ Hotstar অফার করে। এই সুবিধা কোম্পানি প্রিপেইড প্ল্যানের (Prepaid Plans) সাথে দেওয়া হয়ে। এই খবরে আমরা তিনটি টেলকো কোম্পানির অফার করা সস্তা ডিজনি প্লাস হটস্টার প্ল্যান সম্পর্কে বলবো।
এই রিচার্জ প্ল্যানগুলিতে আমরা শুধু ভয়েস কলিং, SMS সুবিধা, ডেটা এর মতো সুবিধা সহ কথা বলবো। এখানে দেওয়া সমস্ত Disney+ Hotstar সাবস্ক্রিপশন হল মোবাইল প্ল্যান।
আরও পড়ুন: Cheapest Prepaid Plan: মাত্র 99 টাকায় আনলিমিটেড কলিং সুবিধা সহ পাবেন এই সুবিধা
জিও এর 328 টাকার প্ল্যানে 42GB ডেটা পাওয়া যায়। এটি ডেইলি ডেটা প্ল্যান, যেখানে প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এই প্ল্যানে ভ্যালিডিটি 28 দিনের। সেই হিসেবে এতে মোট 42GB ডেটা পাওয়া যাবে।
এছাড়া গ্রাহকরা এই প্যাকে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS অফার করা হয়ে। ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন এই প্ল্যানের সাথে 3 মাসের জন্য পাওয়া যাবে।
এয়ারটেল-এর 499 টাকার প্ল্যানে প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া এতে 100 SMS প্রতিদিন দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। এই প্ল্যানে পাওয়া অতিরিক্ত সুবিধা হিসেবে 3 মাসের জন্য ডিজনি হটস্টার, আনলিমিটেড 5G ডেটা, এয়ারটেল এক্সট্রিম প্লে এর মতো সুবিধা।
ভোডাফোনের এর 399 টাকার প্রিপেইড প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটি অফার করছে। এতে প্রতিদিন 2.5GB ডেটা দেওয়া হয়ে। এছাড়া এতে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি হিরো আনলিমিটেড সুবিধাও পাবেন যার মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটস। এছাড়াও গ্রাহকদের 3 মাসের জন্য Vi Movies & TV এবং Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Tecno Spark 20: 32MP সেলফি ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি সহ নতুন টেকনো ফোন লঞ্চ, জানুন দাম