digit zero1 awards

Jio, Airtel, Vodafone-এর সেরা প্রিপেইড প্ল্যান, 28 দিনের ভ্যালিডিটি, ডেটা এবং ফ্রি কলিং সহ একগুচ্ছ অফার

Jio, Airtel, Vodafone-এর সেরা প্রিপেইড প্ল্যান, 28 দিনের ভ্যালিডিটি, ডেটা এবং ফ্রি কলিং সহ একগুচ্ছ অফার
HIGHLIGHTS

রিলায়েন্স জিও 199 প্রিপেইড প্ল্যানে মিলছে 1.5GB ডেটা প্রতিদিন

এয়ারটেল 249 প্রিপেইড প্ল্যানে মিলবে 1.5GB ডেটা প্রতিদিন মোট 28 দিনের জন্য

Vi 249 প্রিপেইড প্ল্যানে থাকবে প্রতিদিন 1.5GB ডেটা, মোট 28 দিনের জন্য

রিলায়েন্স জিও (Jio), ভোডাফোন–আইডিয়া(Vi), ভারতী এয়ারটেল (Airtel) সমেত প্রতিটি টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান অফার করে। এই  প্ল্যানের প্রতিটিতে থাকে ভয়েস কলিং এবং ডেটা প্যাকের ফিচার। প্রতিটি প্ল্যানের ভ্যালিডিটি থাকে একেকরকম। প্রতিটি টেলিকম কোম্পানির 28 দিনের ভ্যালিডিটির একাধিক প্রিপেইড প্যাক রয়েছে। আজ আমরা আলোচনা করবো Jio, Vi, Airtel –র সেইসমস্ত 28দিনের ভ্যালিডিটির প্রিপেইড প্যাক নিয়ে যেগুলি দিচ্ছে বেষ্ট ইন্টারনেট সার্ভিস।

রিলায়েন্স জিও 199 প্রিপেইড প্ল্যান

  • এই প্ল্যানে মিলছে 1.5GB ডেটা প্রতিদিন। প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। পুরো ভ্যালিডিটিতে মোট ডেটা মিলবে 42GB।
  • এই প্রিপেইড প্যাকে FUP ওভার হয়ে গেলে ইন্টারনেট চলবে 64kbps স্পিডে।
  • হাই-স্পিড  সঙ্গে থাকবে আনলিমিটেড ভয়েস কলিং ফিচার।
  • এছাড়াও মিলবে প্রতিদিন 100ফ্রি এসএমএসের বেনিফিট।
  • সমস্ত জিও অ্যাপ- জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডে মিলবে ফ্রি সাবস্ক্রিপশন।

ভারতী এয়ারটেল 249 প্রিপেইড প্ল্যান

  • এই প্রিপেইড প্ল্যানে মিলবে 1.5GB ডেটা প্রতিদিন মোট 28 দিনের জন্য। মোট ডেটা মিলবে পুরো ভ্যালিডিটিতে 42GB।
  • FUP লিমিট ওভার হয়ে গেলে ইন্টারনেট চলবে 64kbps স্পিডে।
  • এছাড়া মিলবে আনলিমিটেড কলের সুবিধা।
  • এছাড়াও প্ল্যানে থাকবে প্রতিদিনের জন্য 100ফ্রি এসএমএস।
  • অ্যাডিশনাল বেনিফিট হিসেবে থাকবে Amazon Prime Video মোবাইল এডিশনের এক মাসের ফ্রি-ট্রায়াল।
  • এছাড়া মিলবে Apollo 24/7 অ্যাপের তিন মাসের ফ্রি- সাবস্ক্রিপশন।
  • এই প্ল্যানে থাকবে Airtel Xstream Premium, hello tunes , Wynk Music অ্যাপের ফ্রি-সাবস্ক্রিপশন।
  • Shaw Academy তে একবছর ফ্রি কোর্স করার সুবিধাও থাকবে।

ভোডাফোন–আইডিয়া(Vi) 249 প্রিপেইড প্ল্যান

  • এই  Vi প্ল্যানে থাকবে প্রতিদিন 1.5GB ডেটা, মোট 28 দিনের জন্য।
  • এছাড়া থাকবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিনের জন্য 100ফ্রি এসএমএস।
  • এই প্ল্যানে থাকবে ডেটা রোলওভারের সুযোগ, যার মাধ্যমে সারা সপ্তাহের বাড়তি ডেটা ব্যাবহার করা যাবে উইকেন্ডে। 
  • এছাড়া থাকবে সমস্ত Vi অ্যাপ, যেমন Vi Movies, Vi TV ফ্রি- সাবস্ক্রিপশন।
  • এই প্ল্যানে থাকবে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ‘Binge all night’ ফিচার।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo