500 টাকা বাজেটের মধ্যে Airtel, Reliance Jio, Vi- সেরা প্রিপেইড প্ল্যান, দেখে নিন একনজরে
Airtel, Reliance Jio, Vi 500 টাকা বাজেটের মধ্যে বেশ কয়েকটি প্রিপেইড প্যাক অফার করছে
এয়ারটেল 449 টাকার প্ল্যানে ইউজারদের অফার করছে ডেইলি 2GB ডেটা
ভোডাফোন-আইডিয়া (Vi) 449 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 4GB ডেটা
এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন-আইডিয়া (Vi) 500 টাকা বাজেটের মধ্যে বেশ কয়েকটি প্রিপেইড প্যাক অফার করছে ইউজারদের। বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের অফার করা হচ্ছে স্ট্রিমিং বেনিফিট । এই প্যাকে ইউজারেরা পেতে পারেন 2GB ডেইলি ডেটা এবং ভ্যালিডিটি রয়েছে 56 দিন পর্যন্ত। রিলায়েন্স জিও (Reliance Jio) 444 টাকার প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 2GB ডেটা । আসছে আনলিমিটেড কলিং এবং ফ্রি 100 এসএমএস বেনিফিটের সাথে। এছাড়া পাওয়া যাবে সমস্ত জিও (Jio) অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। এয়ারটেল (Airtel) , ভোডাফোন –আইডিয়া (Vi) 449 টাকায় একই বেনিফিটের সাথে প্রিপেইড প্ল্যান অফার করছে।
এয়ারটেল (Airtel) 449 টাকার প্ল্যানে ইউজারদের অফার করছে ডেইলি 2GB ডেটা। পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা এবং 56 দিনের ভ্যালিডিটি। মিলবে প্রতিদিন ফ্রি 100 এসএমএসের বেনিফিট। এই প্ল্যানে পাওয়া যাবে ফ্রি প্রাইম ভিডিও মোবাইল এডিশন, AirtelXStream এবং Wynk মিউজিক অ্যাপের ফ্রি অ্যাক্সেস। ভোডাফোন- আইডিয়া (Vi) 449 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 4GB ডেটা। ভ্যালিডিটি রয়েছে 56 দিনের।পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ফ্রি এসএমএসের বেনিফিট। এছাড়া মিলবে “Binge all night” এবং ডেটা রোলওভারের সুবিধা।
এয়ারটেল (Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন- আইডিয়া (Vi) 500 টাকা বাজেটের মধ্যে প্রিপেইড প্ল্যানের লিস্ট-
এয়ারটেলের (Airtel) 399 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 56 দিনের ভ্যালিডিটি। এই প্যাকে অফার করা হচ্ছে ডেইলি 1.5GB করে ডেটা, আনলিমিটেড কলের সুবিধার সাথে। এই প্রিপেইড প্যাকে পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট। এছাড়া পাওয়া যাবে প্রাইম ভিডিও মোবাইল এডিশন, AirtelXStream এবং Wynk মিউজিক অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এয়ারটেল 349 টাকা এবং 398 টাকার প্রিপেইড প্ল্যান অফার করছে। এই প্ল্যানে ইউজারেরা পাবেন যথাক্রমে 2.5GB এবং 3GB ডেইলি ডেটা। এই প্ল্যানগুলির ভ্যালিডিটি রয়েছে 28 দিন। এয়ারটেল 349 টাকার প্রিপেইড প্ল্যানে পাওয়া যাবে ফ্রি অ্যামাজন প্রাইম মেম্বারশিপ।398 টাকার প্রিপেইড প্যাকে ইউজারেরা পাবেন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের ফ্রি অ্যাক্সেস।
ভোডাফোন- আইডিয়া (Vi) 269 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন মোট 4GB ডেটা। পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা এবং মোট 600 ফ্রি এসএমএসের বেনিফিট। ভ্যালিডিটি রয়েছে 56 দিন। এই প্ল্যানে ইউজারেরা পাবেন Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস। অন্যদিকে 399 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে ডেইলি 1.5GB করে ডেটা। আসছে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএস বেনিফিটের সাথে। এই প্ল্যানে পাওয়া যাবে উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা। এছাড়া মিলবে সমস্ত Vi অ্যাপের ফ্রি অ্যাক্সেস। এই প্ল্যান আসছে “Binge all night” অফারের সাথে। এছাড়াও Vi অ্যাপ থেকে রিচারজের ফলে ইউজারেরা পাবেন বাড়তি 5GB ডেটা।
রিলায়েন্স জিও (Reliance Jio) 249 টাকার প্রিপেইড প্ল্যানে ভ্যালিডিটি 28 দিন। এই প্যাকে ইউজারেরা পাবেন ডেইলি 2GB ডেটা। মানে পুরো ভ্যালিডিটিতে ডেটা পাওয়া যাবে মোট 56 GB। এই প্ল্যান আসছে যে কোনো জিও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধার সাথে। এই প্যাক আসছে ডেইলি ফ্রি 100 এসএমএস এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সাথে। রিলায়েন্স জিও 399 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করছে। যার ভ্যালিডিটি রয়েছে 56 দিন। এই প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 1.5GB করে ডেটা, আনলিমিটেড কল এবং ডেইলি ফ্রি এসএমএসের বেনিফিট। এছাড়াও পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন।