বর্তমান সময় মোবাইল ইউজাররা এমন একটি রিচার্জ প্ল্যানের খোঁজ করেন, যেখানে কম খরচে বেশি সুবিধা পাওয়া যাবে। আপনি যদি এমন একটি রিচার্জ প্ল্যান চাইছেন, তবে এই খবর আপনার জন্য। এই খবরে আমরা Reliance Jio, Airtel এবং Vodafone-Idea এর সবচেয়ে সস্তা Prepaid Plan সম্পর্কে বলবো। এই রিচার্জ প্ল্যানগুলিতে প্রতিদিন 4GB পর্যন্ত ডেটা অফার করা হয়ে।
ডেটা সুবিধা ছাড়া গ্রাহকরা কলিং এবং SMS সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই প্রিপেইড প্ল্যানগুলি আরও একাধিক সুবিধা সহ বাজারে আসে। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অবিশ্বাস্য ছাড়ে ব্র্যান্ডেড Gaming Laptop, এই ডিল মিস করা যাবে না
জিওর প্ল্যানের কথা বললে, কোম্পানির কাছে 219 টাকার একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। গ্রাহকরা পুরো রিচার্জ ভ্যালিডিটিতে 3 জিবি করে ডেটা প্রতিদিন পাবেন, যা মোট 44 জিবি ডেটা হচ্ছে। এছাড়া 2 জিবি অতিরিক্ত ফ্রি পাওয়া যাবে এতে।
কোম্পানি ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS সুবিধা প্রতিদিন অফার করছে। বলে দি যে আপনি যদি 5G এলাকায় থাকেন তবে আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাবেন। গ্রাহকরা এতে JioCinema সাবস্ক্রিপশনও পাবেন।
আরও পড়ুন: Dhamaka Offer! মাত্র 8499 টাকা থেকে শুরু হচ্ছে Smart TV-র দাম, Amazon GIF 2023 সেলে বিশাল ছাড়
এয়ারটেল এর এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3 জিবি ডেটা সুবিধা পাবেন। কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা অফার করছে। তবে আপনার এলাকায় যদি এয়ারটেলের 5G নেটওয়ার্ক পৌঁছে গিয়ে থাকে তবে আপনি এই সুবিধা পাবেন।
ডেটা ছাড়া কোম্পানি 399 টাকায় আনলিমিটেড কলিং এবং রোমিং সুবিধা দিচ্ছে। এতে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। পাশাপাশি, প্রতিদিন 100 SMS সুবিধা পাবেন গ্রাহকরা। এয়ারটেল এই প্ল্যানের সাথে 15টির বেশি OTT সহ Airtel Xstream Play সাবস্ক্রিপশনও দেবে।
ভোডার এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। প্ল্যানের মধ্যে প্রতিদিন 4 জিবি করে ডেটা পাওয়া যায়। গ্রাহকরা Vi App থেকে রিচার্জ করালে এতে ফ্রি 5 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। ডেটার পাশাপাশি, গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধাও পাবেন।
আরও পড়ুন: Amazon GIF Sale 2023: প্রাইম মেম্বরদের জন্য় শুরু ধামাকা সেল, জানুন কোন স্মার্টফোনে মিলছে ধামাকা ডিল