Jio ধামাকা! মাত্র 101 টাকায় 100GB ডেটা, লঞ্চ হল বাম্পার দুটি নতুন প্ল্যান

Jio ধামাকা! মাত্র 101 টাকায় 100GB ডেটা, লঞ্চ হল বাম্পার দুটি নতুন প্ল্যান
HIGHLIGHTS

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio সম্প্রতি AirFiber এর দুটি নতুন বুস্টার প্ল্যান লঞ্চ করেছে

নতুন দুটি বুস্টার প্ল্যানগুলি মাসিক ডেটা প্ল্যানগুলি যেকোনো এক্টিভ রিচার্জ প্ল্যানের সাথে ব্যবহার করা যেতে পারে

জিও এয়ারফাইবার সবার প্রথম গত বছর সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উপলক্ষে গ্রাহকদের জন্য শুরু করা হয়েছিল

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio সম্প্রতি AirFiber এর দুটি নতুন বুস্টার প্ল্যান লঞ্চ করেছে। বলে দি যে জিও এয়ারফাইবার কোম্পানির 5G ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা রয়েছে। জিও জানিয়েছে যে নতুন দুটি প্ল্যানগুলি যেকোনো এক্টিভ রিচার্জ প্ল্যানের সাথে ব্যবহার করা যেতে পারে। গ্রাহকরা তাদরে ফোনে এক্টিভ রিচার্জ প্ল্যানের সাথে এটি ব্যবহার করতে পারেন। এতে মাসিক ডেটা লিমিট বাড়ানো যাবে।

বলে দি যে জিও এয়ারফাইবার সবার প্রথম গত বছর সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উপলক্ষে গ্রাহকদের জন্য শুরু করা হয়েছিল। সেই সময় কোম্পানি গ্রাহকদের 401 টাকার ডেটা বুস্টার প্ল্যান অফার করছিল। এই রিচার্জ প্ল্যানে 1TB পর্যন্ত হাই-স্পিড ডেটা অফার করা হয়ে। তবে এখন কোম্পানি সস্তা দামের একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বাজারে।

আরও পড়ুন: Paytm RBI Action: ছেড়ে অন্য পেমেন্ট অপশন ব্যবহার করার পরামর্শ দিল CAIT, জানুন কারণ কী?

reliance jio air fiber service
জিও এয়ারফাইবার সবার প্রথম গত বছর সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থী উপলক্ষে গ্রাহকদের জন্য শুরু করা হয়েছিল

Jio AirFiber New Plans

রিলায়েন্স জিওর নতুন প্ল্যান 101 টাকার ডেটা বুস্টার হিসেবে আনা হয়েছে। এতে গ্রাহকরা 100GB অতিরিক্ত ডেটা সুবিধা পাবেন। এতে বেস প্ল্যানের সমানই স্পিড পাওয়া যাবে।

এর পাশাপাশি, 251 টাকারও প্ল্যান চালু করেছে কোম্পানি। এতে 500GB অতিরিক্ত ডেটা অফার করছে কোম্পানি। আপনার যদি মাসের ডেটা শেষ হয়ে যায়, তবে আপনি এই দুটি ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করাতে পারেন।

বলে দি যে এই দুটি ডেটা বুস্টার প্ল্যানের ভ্যালিডিটি আপনার বেস প্ল্যানের সমানই পাওয়া যাবে।

jio airfiber New Plans
রিলায়েন্স জিওর নতুন প্ল্যান 101 টাকার ডেটা বুস্টার হিসেবে আনা হয়েছে

জিও এয়ারফাইবারে কী কী সুবিধা পাবেন

এয়ারফাইবার ওয়্যারলেস কানেক্টিভিটি সহ গ্রাহকরা জিও এয়ারফাইবার প্ল্যানে একগুচ্ছ OTT সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা এতে Netflix, Disney+ Hotstar, Sony Liv, Zee5, JioCinema, SunNXT, HoiChoi, Discovery+, Universal+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, Docubay এবং EpicON এর সাবস্ক্রিপশন সহ 550 ডিজিটাল HD চ্যানেল পেতে পারেন।

আরও পড়ুন: Tecno Spark 20: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোনের ভারতে বিক্রি শুরু, জানুন দাম এবং অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo