Jio জুন মাসে নিজেদের সঙ্গে 6 মিলিয়ান ইউজার্স যুক্ত করেছেঃ ট্রাই

Updated on 16-Aug-2017
HIGHLIGHTS

জুন মাসের শেষ অব্দি Jio তাদের সঙ্গে 123.36 মিলিয়ান ইউজার্স যোগ করেছে

Reliance Jio জুন মাসর শেষ অব্দি নিজেদের সঙ্গে 6.02 মিলিয়ান ইউজার্স যুক্ত করেছে। মে মাসে Jio নিজের সঙ্গে 4.7 মিলিয়ান ইউজার্স যুক্ত করেছিল। নিজেদের সঙ্গে নতুন ইউজার্স যুক্ত করার ক্ষেত্রে জিও অন্যান্য টেলিকম কোম্পানির থেকে অনেক এগিয়ে আছে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৬ আগস্ট)

ট্রাইয়ের দেওয়া নতুন ডাটা অনুসারে , ভারতে 1.21 বিলিয়ান টেলিকম ইউজার্স আছে। ট্রাই অনুসারে, এই মাসে মোট 5.86 ইউজার্স যুক্ত হয়েছে।

তবে আপনাদের এও বলে রাখি যে, এখনো এয়ারটেলের কাছে বাজারের সব থেকে বেশি শেয়ার আছে, কোম্পানির কাছে 23.65% শেয়ার আছে। সেখানে ভোডাফোনের কাছে আছে 17.86% আর আইডিয়ার কাছে আছে 16.54% শেয়ার। জিওর কাছে 10.39% মার্কেট শেয়ার আছে।

আপনাদের বলে রাখি যে, জিও যেদিন থেকে বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে সেই দিন থেকে বাজারে যথেষ্ট হৈচৈ পরে আছে। আর অন্যান্য টেলিক কোম্পানি গুলির জন্য মুস্কিল বেড়েই চলেছে। Jio’র জন্য ইউজার্সরা খুব সস্তার ডাটা পাচ্ছে।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৬ আগস্ট)

Connect On :