digit zero1 awards

Jio 4G ডাউনলোড স্পিডে আবার সেরা, আপলোড স্পিডে Vodafone-Idea এগিয়ে

Jio 4G ডাউনলোড স্পিডে আবার সেরা, আপলোড স্পিডে Vodafone-Idea এগিয়ে
HIGHLIGHTS

Reliance Jio একবার আবার গড় 4G ডাউনলোড স্পিডে দেশে শীর্ষে রয়েছে

Jio-র পরে স্পিডের তালিকায় রয়েছে Vi (Vodafone-Idea) রয়েছে

TRAI এর তথ্য অনুযায়ী, মে মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড 20.7 Mbps ছিল

Reliance Jio গ্রাহকদের জন্য একটি সুখরব রয়েছে, জিও একবার আবার গড় 4G ডাউনলোড স্পিডে শীর্ষে প্রমাণিত হয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর তথ্য অনুযায়ী, মে মাসে জিও-র গড় ডাউনলোড স্পিড 20.7 Mbps ছিল। গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে রিলায়েন্স জিওর গড় 4G ডাউনলোড গতি ছিল 20.1Mbps। বিগত বেশ কয়েক বছর ধরে, রিলায়েন্স জিও ডাউনলোড স্পিডে নম্বর ওয়ান 4G অপারেটর হিসাবে রয়ে গেছে।

এর পাশাপাশিই Jio-র পরে স্পিডের তালিকায় রয়েছে Vi (Vodafone-Idea) রয়েছে। তবে জিও তুলনায় অনেকটাই কম ভোডাফোন-আইডিয়ার ডাউনলোড স্পিড। ভোডাফোন আইডিয়ার ডাউনলোডের গড় গতি মে মাসে 6.3Mbps। তবে আপলোডের ক্ষেত্রে 4G সেগমেন্টে শীর্ষে রয়েছে ভোডাফোন আইডিয়া। আপলোডের ক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার গড় গত প্রতি সেকেন্ডে 6.7Mbps।

TRAI-এর মতে, মে মাসে ভারতী এয়ারটেলের পারফরম্যান্স পড়ে গিয়েছে। Airtel-এর 4G ডাউনলোড স্পিড মে মাসে 4.7Mbps। এয়ারটেল এর গড় 4G ডাউনলোড স্পিড এপ্রিলের 5.0Mbps এর তুলনায় মে মাসে 4.7Mbps দাড়িয়েছে। এয়ারটেল এর তুলনায় রিলায়েন্স জিও-র ডাউনলোড স্পিড চারগুণ বেশি ছিল। ভারতী এয়ারটেল ডাউনলোড স্পিডে তিন নম্বরে পিছিয়ে গেছে।

অন্যদিকে আপলোড সেকশনে Vodafone India-র পরে দ্বিতীয় স্থানে রয়েছে জিও। তাদের স্পিড 4.7Mbps।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo