Reliance Jio তার গ্রাহকদের জন্য একটি নতুন 49 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। জিওর নতুন প্ল্যানটি Airtel এর 49 টাকার প্ল্যানকে টেক্কা দেবে। জিওর নতুন প্ল্যান (Jio 49 Plan) দেশের সমস্ত সার্কেলে পাওয়া যাবে। টেলকোর নতুন প্ল্যানটি Cricket Offer এ লিস্ট করা হয়েছে।
জিওর নতুন প্ল্যানটি আনলিমিটেড ডেটা সহ মার্কড করা তবে এটি আনলিমিটেড ডেটা নয়। কারণ এতে পাওয়া হাই-স্পিড ডেটাতে একটি FUP লিমিট রয়েছে। ডেটা লিমিট শেষ হওয়ার পরে স্পিড কমে 64kbps হয়ে যাবে। আসুন এই প্ল্যানের ডিটেল জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Vodafone Idea এর সেরা Prepaid Plan, পুরো বছর মন খুলে করুন আনলিমিটড কথা, সাথে ডেটাও
রিলায়েন্স জিওর ৪৯ টাকার প্রিপেইড প্ল্যান 25GB ডেটা অফার করে। এটি একটি ডেটা ভাউচার, তাই এই রিচার্জের সাথে একটি বেস এক্টিভ প্রিপেইড প্ল্যান থাকতে হবে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 দিনের।
একই দামে Airtel কোম্পানিও প্ল্যান অফার করে। আসুন জেনে নিই Jio vs Airtel এর দুটি প্ল্যানে কতটা পার্থক্য।
এয়ারটেল এর কাছেও একই 49 টাকা দামের প্ল্যান রয়েছে। তবে এই প্ল্যানে মোট 20GB ডেটা দেওয়া হয়ে। যার মানে জিও প্ল্যান থেকে 5GB ডেটা কম পাওয়া যাবে।