প্রতিদিনের 15 টাকার কম খরচে 2 জিবি ডেটা এবং 13টি OTT সাবস্ক্রিপশন বিনামূল্যে, Jio প্ল্যান চমকে দেওয়া সুবিধা

Updated on 12-Jun-2024
HIGHLIGHTS

Jio তার গ্রাহকদের প্রতিদিনের ১৫ টাকার কম খরচে ডেটা, ফ্রি কলিং এবং SMS সুবিধা দিচ্ছে

রিলায়েন্স জিওর ৩৯৮ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়

পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট ৫৬ জিবি ডেটা অফার করা হয়

আপনি কি এমন Recharge Plan এর খোঁজ করছেন, যেখানে OTT সুবিধা সহ একগুচ্ছ ডেটা এবং কলিং পাওয়া যাবে। তবে Reliacne Jio আপনাকে দিচ্ছে এমনই একটি Prepaid Plan সুবিধা। রিলায়েন্স জিও (Jio 398 Prepaid Plan) তার গ্রাহকদের প্রতিদিনের ১৫ টাকার কম খরচে ডেটা, ফ্রি কলিং এবং SMS সুবিধা দিচ্ছে।

Jio 398 Prepaid Plan

আসলে জিওর তার গ্রাহকদের ৪০০ টাকা কম দামের একটি প্রিপেইড প্ল্যান অফার করে। ৩৯৮ টাকার এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ আসে। হিসেব অনুযায়ী, প্রিপেইড প্ল্যানের প্রতিদিনের খরচ ১৫ টাকার কম পড়বে।

আরও পড়ুন: BSNL এর 395 দিনের প্ল্যান দেখে Jio Airtel এর হাওয়া টাইট, 790 জিবি হাই-স্পিড ডেটা সহ রয়েছে একগুচ্ছ সুবিধা

জিও ৩৯৮ টাকার প্ল্যানে কী রয়েছে সুবিধা

জিওর তার গ্রাহকদের ৪০০ টাকা কম দামের একটি প্রিপেইড প্ল্যান অফার করে
  • রিলায়েন্স জিওর ৩৯৮ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
  • প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হয়ে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট ৫৬ জিবি ডেটা অফার করা হয়।
  • কলিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।
  • প্রতিদিন ১০০ এসএমএস সুবিধা থাকছে এই প্ল্যান।
  • শুধু তাই নয়, কোম্পানি এতে ১৩টির বেশি ওটিটি সাবস্ক্রিপশন অফার করছে।

কোন কোন OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে প্ল্যানে

৩৯৮ টাকার রিচার্জ প্ল্যানের সাথে Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Docubay, EPIC ON, FanCode, Hoichoi এর সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা ২৮ দিনের JioCinema Premium সাবস্ক্রিপশন দেওয়া হয়ে।

আরও পড়ুন: 32MP+32MP ডুয়াল সেলফি ক্যামেরা, Snapdragon 8s Gen 3 চিপসেট সহ Xiaomi 14 Civi ভারতে লঞ্চ, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :