HIGHLIGHTS
Jio তার গ্রাহকদের প্রতিদিনের ১৫ টাকার কম খরচে ডেটা, ফ্রি কলিং এবং SMS সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিওর ৩৯৮ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট ৫৬ জিবি ডেটা অফার করা হয় আপনি কি এমন Recharge Plan এর খোঁজ করছেন, যেখানে OTT সুবিধা সহ একগুচ্ছ ডেটা এবং কলিং পাওয়া যাবে। তবে Reliacne Jio আপনাকে দিচ্ছে এমনই একটি Prepaid Plan সুবিধা। রিলায়েন্স জিও (Jio 398 Prepaid Plan) তার গ্রাহকদের প্রতিদিনের ১৫ টাকার কম খরচে ডেটা, ফ্রি কলিং এবং SMS সুবিধা দিচ্ছে।
Jio 398 Prepaid Plan আসলে জিওর তার গ্রাহকদের ৪০০ টাকা কম দামের একটি প্রিপেইড প্ল্যান অফার করে। ৩৯৮ টাকার এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ আসে। হিসেব অনুযায়ী, প্রিপেইড প্ল্যানের প্রতিদিনের খরচ ১৫ টাকার কম পড়বে।
আরও পড়ুন: BSNL এর 395 দিনের প্ল্যান দেখে Jio Airtel এর হাওয়া টাইট, 790 জিবি হাই-স্পিড ডেটা সহ রয়েছে একগুচ্ছ সুবিধা
জিও ৩৯৮ টাকার প্ল্যানে কী রয়েছে সুবিধা জিওর তার গ্রাহকদের ৪০০ টাকা কম দামের একটি প্রিপেইড প্ল্যান অফার করে রিলায়েন্স জিওর ৩৯৮ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা অফার করা হয়ে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট ৫৬ জিবি ডেটা অফার করা হয়। কলিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। প্রতিদিন ১০০ এসএমএস সুবিধা থাকছে এই প্ল্যান। শুধু তাই নয়, কোম্পানি এতে ১৩টির বেশি ওটিটি সাবস্ক্রিপশন অফার করছে। কোন কোন OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে প্ল্যানে ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যানের সাথে Sony LIV, ZEE5, Liongate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Docubay, EPIC ON, FanCode, Hoichoi এর সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা ২৮ দিনের JioCinema Premium সাবস্ক্রিপশন দেওয়া হয়ে।
আরও পড়ুন: 32MP+32MP ডুয়াল সেলফি ক্যামেরা, Snapdragon 8s Gen 3 চিপসেট সহ Xiaomi 14 Civi ভারতে লঞ্চ, জানুন দাম কত
Latest Article
Best Jio 5G Plan 2025 offer 90 days validity and daily 2gb data
Best Jio 5G Plan কোন দুটি জানালো কোম্পানি, 90 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি ডেটা
Realme-14x-5G-vs-POCO-M7-Pro-5G-1.jpg
Realme 14x 5G vs Poco M7 Pro 5G: 15000 টাকার কম দামে রিয়েলমি নাকি পোকো, কোন নতুন ফোনটি সেরা, জানুন
5000mAh Battery smartphone Samsung Galaxy F05 buy Price under 7000 rs on Flipkart
মাত্র 6499 টাকায় Samsung এর 50MP ক্যামেরা ফোন কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই অফার
WhatsApp android phones support ends from 1 january 2025
পয়লা জানুয়ারি থেকে একাধিক Android স্মার্টফোনে কাজ করবে না WhatsApp, আপনার ফোনও কী রয়েছে এই লিস্টে
BSNL 395 days recharge plan offers Unlimited calling high speed data
একটি রিচার্জ পুরো 13 মাস রিচার্জ থেকে মুক্তি, 395 দিন পর্যন্ত মনখুলে করুন কলিং এবং 790 জিবি ডেটা
Samsung Galaxy S23 Ultra 5G got 37k discount on amazon
200MP ক্যামেরা এবং AI ফিচার সহ Samsung Galaxy Ultra 5G ফোন এখন পর্যন্ত সবচেয়ে কম দামে কেনার সুযোগ
5000mah Battery smartphone Realme Narzo N61 get bumper discount Price on amazon
5000mAh ব্যাটারি সহ Realme এর এই সস্তা স্মার্টফোন মাত্র 6498 টাকায় কেনার সুযোগ, লাগবে না আর কোনো অফার
Jio Rs 899 Recharge Plan offers 200 GB Data unlimited 5G cheaper than Airtel Plan
Jio vs Airtel: পুরো 90 দিন চলবে রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা এবং আনলিমিটেড 5G ডেটাও, 30 টাকা সস্তা এই কোম্পানির প্ল্যান
OnePlus 12R gets discount ahead OnePlus 13R Launch on Amazon
10000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, 8GB এর দামে কিনুন 16GB RAM মডেল
BSNL cheapest recharge plans under 200 Unlimited calls data
BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে 70 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ডেটা