Jio 350 টাকার কম দামের প্রিপেইড প্ল্যানে মিলবে 30 দিন পর্যন্ত প্রতিদিন 2.5GB ডেটা, Airtel এবং Vodafone কে দিচ্ছে টেক্কা

Updated on 26-Jun-2024
HIGHLIGHTS

আপনি যদি 350 টাকার কম বাজেটে একটি নতুন প্রিপেইড প্ল্যান খুঁজছেন, তবে Reliance Jio এর কাছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে

জিওর এই প্ল্যানে গ্রাহকরা কোনো লিমিট ছাড়াই ভয়েস কলিং সুবিধা পাবেন

একই বাজেটে Airtel এবং Vodafone Idea এর প্রিপেইড প্ল্যান রয়েছে

আপনি যদি 350 টাকার কম বাজেটে একটি নতুন প্রিপেইড প্ল্যান খুঁজছেন, তবে Reliance Jio এর কাছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। জিওর কাছে বেশি ভ্যালিডিটি সহ একাধিক প্ল্যান রয়েছে। এতে হাই-স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড কলিং দেওয়া হয়ে। এখানে আমরা আপনাকে Jio 349 Prepaid Plan সম্পর্কে বলবো। জিওর এই প্ল্যানে গ্রাহকরা কোনো লিমিট ছাড়াই ভয়েস কলিং সুবিধা পাবেন। আসুন জিওর ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio 349 টাকার প্রিপেইড প্ল্যানে কী সুবিধা রয়েছে

জিওর ৩৪৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা দেওয়া হয়ে। কোম্পানি এই প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি অফার করছে। এই প্ল্যানে মোট ৩৭৫ জিবি হাই-স্পিড ডেটা থাকছে। ভয়েস কলিংয়ের ক্ষেত্রে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, এতে প্রতিদিন ১০০ SMS দেওয়া হয়ে। অন্যান্য সুবিধা হিসেবে, JioTV, JioCnema এবং JioCloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা এতে আনলিমিটেড ৫জি ডেটা সুবিধা পাবেন।

আরও পড়ুন: OnePlus Nord CE4 Lite 5G: 50MP Sony ক্যামেরা এবং Snapdragon 695 প্রসেসর সহ বাজেট ওয়ানপ্লাস ফোন ভারতে লঞ্চ, দাম কত জানেন

Jio VS Airtel VS Vi

একই বাজেটে Airtel এবং Vodafone Idea এর প্রিপেইড প্ল্যান রয়েছে

Airtel এর 359 টাকার প্রিপেইড প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে

এয়ারটেল এর ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এতে গ্রাহকরা এক মাসের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এই প্ল্যানটি ৫ টাকার টকটাইমও অফার করে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ১০০ SMS অফার করবে। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাবে।

Vodafone Idea এর 359 টাকার প্রিপেইড প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে

ভোডাফোন আইডিয়া এর ৩৫৯ টাকার প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়ে। এতে ২৮ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড ৫জি ডেটা। কোম্পানি এই প্ল্যানে নাইট ডেটাও অফার করছে, যা রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শেষ থাকা ডেটা ইউকেন্ড শনিবার এবং রবিবার ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: Redmi 13 5G India Launch: 108MP প্রাইমারি ক্যামেরা সহ আগামী মাসে ভারতে আসছে নতুন রেডমি ৫জি ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :