ভারতের দুই সর্ব বৃহৎ এবং জনপ্রিয় টেলিকম সংস্থা হল Jio এবং Airtel। এই দুই সংস্থাই তাদের গ্রাহকদের একাধিক সার্ভিস অফার করে থাকে। এর মধ্যে তাঁরা যেমন প্রিপেইড, পোস্টপেইড পরিষেবা তো বটেই সঙ্গে ব্রডব্যান্ড ফাইবারের মতো পরিষেবা পান। একই সঙ্গে এই দুই টেলিকম সংস্থার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইও দেখা যায় যে কে গ্রাহকের কাছে কম দামে সেরা প্ল্যান পৌঁছে দেবে। কে বেশি গ্রাহককে অ্যাট্র্যাক্ট করবে। Jio যেখানে একাধিক অপশন বা প্ল্যান অফার করে থেকে গ্রাহকদের জন্য সেখানে Airtel- এর তরফে একটি নির্দিষ্ট প্ল্যানে একসঙ্গে একাধিক সুবিধা দেওয়া হয়। এতে গ্রাহকদের মনে হয় তাঁরা একটি পয়সা উশুল প্ল্যান পেলেন। শুধু তাই নয়, এই দুই টেলিকম সংস্থাই চেষ্টা করে তারা যাতে একই দামের মধ্যে প্ল্যানগুলো রাখতে পারে।
এমনই একটি এক মূল্যের প্ল্যান হল 296 টাকার প্ল্যান। এই 296 টাকার প্ল্যানটি Jio এবং Airtel দুজনেই অফার করে থাকে। এই প্ল্যানে গ্রাহকরা কল করার সুবিধা তো পানই, সঙ্গে থাকে ডেটা এবং অন্যান্য সুবিধাও। এই প্ল্যানের বৈধতা 30 দিন। যদিও দুটি সংস্থার তরফেই অতিরিক্ত করে কিছু সুবিধা এখানে জুড়ে দেওয়া হয়েছে গ্রাহকদের আকর্ষিত করার জন্য। আসুন এবার বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
এটি একটি Jio ফ্রিডম প্ল্যান। এখানে গ্রাহকরা পাবেন প্রতিদিন 100টি মেসেজ পাঠানোর সুযোগ সহ 30 দিনের বৈধতা। সঙ্গে মিলবে 25 GB ডেটা যেটা গ্রাহকরা গোটা মাস ধরে ব্যবহার করতে পারবেন। এছাড়া তাঁরা এটার সঙ্গে Jio Tv, Jio Cinema, Jio Security এবং Jio Cloud -এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া তাঁরা এই প্ল্যান রিচার্জ করলে এটার সঙ্গে Jio 5G অফারটাও পেয়ে যাবেন। অর্থাৎ তাঁরা Jio 5G Welcome Offer -এর আওতায় চলে আসবেন।
এখানেও গ্রাহকরা 25 GB ডেটা পাবেন গোটা মাসের জন্য। সঙ্গে রোজ 100টা মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই, এছাড়া Apollo 24*7 সার্কেল বেনিফিট সহ FASTag এ 100 টাকার ক্যাশব্যাক, হ্যালো টিউন্স এবং Wynk Music -এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
ফলে কোন টেলিকম সংস্থা সেরা প্ল্যান অফার করছে বলে মনে করছেন একই টাকায়? কল, মেসেজ এবং ইন্টারনেট বেনিফিট দুক্ষেত্রেই এক। দুটোর ক্ষেত্রেই 30দিনের বৈধতা মিলবে। ফলে Jio, Airtel দুজনেই এই একই সুবিধা দিয়ে থাকে। তবে খালি অতিরিক্ত সুবিধাগুলো আলাদা। Jio -এর তরফে তাদের OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হয়। Airtel দেয় ক্যাশব্যাক সহ অন্যান্য অফার। তাই আপনি Jio বা Airtel যে টেলিকম সংস্থার গ্রাহক হন না কেন, আপনি একই দামে প্রায় একই সুবিধা পেয়ে যাবেন।