জিওর Rs. 198 vs এয়ারটেলের Rs. 199 টাকার প্ল্যানঃ কোনটিতে বেশি ভাল?

জিওর Rs. 198 vs এয়ারটেলের Rs. 199 টাকার প্ল্যানঃ কোনটিতে বেশি ভাল?
HIGHLIGHTS

আমরা এখানে জিওর Rs. 198টাকা আর এয়ারটেলের Rs. 199 টাকা দামের প্রিপেড প্ল্যানের মধ্যে একটি তুলনা মূলক আলোচনা করছি

ভারতীয় টেলিকম বাজারে এই সময় একটি প্রতিযোগিতা চলছে। সমস্ত কোম্পানি গুলি সস্তায় নিজেদের ইউজার্সদের কলিং প্ল্যান দিচ্ছে। কোন কোম্পানি এটা চায় না যে তাদের কোন ইউজার্স তাদের ছেড়ে অন্য কোম্পানির সঙ্গে যুক্ত হোক। আর আমরা এখনে জিওর 198 টাকা আর এয়ারটেলের 199 টাকার প্রিপেড প্ল্যানটির একটি তুলনামূলক আলোচনা করছি। আজকে ফোন সহ এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

জিওর 198 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানটিতে এবার প্রিতিদন 2GBডাটা পাওয়া যাচ্ছে, আগে এই প্ল্যানটিতে শুধু 1.5GB ডাটা পাওয়া যেত। এটি 28দিনের বৈধতার সঙ্গে মোট 56GB 4G ডাটা পাওয়া যায়। জিওর এই প্ল্যানে প্রতিদিন 100টি লোকাল আর ন্যাশানাল SMS ও পাওয়া যেতে পারে। এই প্ল্যানটিতে জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যায়।

এয়ারটেলের 199 টাকার প্ল্যান

এবার এয়ারটেল তাদের এই প্ল্যানটিতে  19.2GB এক্সট্রা ডাটা দিচ্ছে। এই প্ল্যানে এবার ইউজার্সরা মোট 39.2GB ডাটা পাবে। এয়ারটেলের এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 1.4GB ডাটা পাচ্ছে। আর এর সঙ্গে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে। এটি 28 দিনের বৈধতা যুক্ত। আর এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি রোমিং ইনকামিং আর আউটগোয়িং দুটি সুবিধাই পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এই প্ল্যানে প্রতিদিন 100টি SMSও ফ্রিতে পাওয়া যাচ্ছে।

Digit.in
Logo
Digit.in
Logo