Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। জিও এর কাছে গ্রাহকদের জন্য বিভিন্ন বাজেট এবং প্রয়োজন হিসেবে রিচার্জ প্ল্যান রয়েছে। সম্প্রতি জিও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। তবে এখন কোম্পানির কাছে কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা কম খরচে দুর্দান্ত সুবিধা অফার করে।
আপনি যদি একবার রিচার্জে কয়েক মাসের ছুটি চাইছেন তবে জিওর 1029 টাকার প্ল্যান দেখতে পারেন। এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের দীর্ঘ ভ্যালিডিটি অফার করে। যার মানে গ্রাহকরা এক বার রিচার্জে প্রায় 3 মাস টাকা খরচ থেকে মুক্তি। এই রিচার্জে দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটটেড কলিং এর সুবিধাও অফার করে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জে আর কী কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: এই দিন ভারতে লঞ্চ হবে Redmi এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, জানুন কত হবে দাম
জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট 84 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটিতে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হয়। যার মানে 84 দিনে মোট 168 জিবি ডেটা সুবিধা থাকবে এই প্রিপেইড প্ল্যানে। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।
জিওর এই রিচার্জ প্ল্যানটি আনলিমিটেড ট্রু 5G ডেটা অফার করে। এতে আপনি আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পাবেন। তবে বলে দি যে এই সুবিধার জন্য আপনার এলাকায় 5জি নেটওয়ার্ক হতে হবে।
শুধু তাই নয়, ডেটার পাশাপাশি এতে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধাও পাওয়া যাবে।
কোম্পানির এই রিচার্জ প্ল্যানে Amazon Prime Lite এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে যা 84 দিনের জন্য থাকবে। এছাড়া থাকবে জিওটিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশন।
আরও পড়ুন: Samsung আনছে Slim ফ্ল্যাগশিপ স্মার্টফোন, থাকবে 200MP শক্তিশালী ক্যামেরা