আইডিয়া অ্যাপ বা কোম্পানির ওয়েব পোর্টালের মাধ্যমে রিচার্জ করলে গ্রাহকরা 28 দিনের জন্য 1GB এক্সট্রা ডাটা পাবে
আইডিয়া তাদের 309 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানটি আপডেট করেছে আর এবার ইউজার্সরা এই প্ল্যানে প্রতিদিন 1GB 4G ডাটার বদলে 1.5GB ডাটা পাবে। আর এছাড়া প্রতিদিন 100টি ফ্রি মেসেজের সঙ্গে আনলিমিটেড লোকাল আর এসটিডি কলিং এর সুবিধা পাচ্ছে। এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আইডিয়া অ্যাপ বা কোম্পানির ওয়েব পোর্টালের মাধ্যেম রিচার্জ করালে গ্রাহকরা 28 দিনের জন্য 1GB এক্সট্রা ডাটা পাবে।
সংশোধিত 309 টাকার প্ল্যানে আউটগোয়িং কল প্রতিদিন 250 মিনিট আর প্রতি সপ্তাহে 1,000 মিনিটের লিমিট আছে। এই লিমিট শেষ হয়ে গেছে ফ্রি কলের বদলে, প্রতি সেকেন্ড 1p আর প্রত্যেকটি লোকাল এসএমএস 1 টাকা হিসাবে খরচ পরবে। আর এছাড়া রোমিং এর সময় ফ্রিতে আইডিয়া কল পাওয়া যাবে।
এটা বলা যেতে পারে যে আইডিয়া তাদের প্রিপেড প্ল্যানের পরিবর্তন নিজেদের প্রতিযোগীদের কথা মাথায় রেখেই করেছে। সম্প্রতি জিও 299 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করেছিল, যাতে ইউজার্সরা প্রতিদিন 2GB 4G ডাটা আর ফ্রি লোকাল আর এসএমএসের সঙ্গে ফ্রিতে জিও অ্যাপের অ্যাক্সেসও পাচ্ছে। আর এয়ারটেল আর ভোডাফোনও 199 টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে।