আইডিয়া দিচ্ছে ১ এপ্রিল থেকে ইনকামিং রোমিং ফ্রি

আইডিয়া দিচ্ছে ১ এপ্রিল থেকে ইনকামিং রোমিং ফ্রি
HIGHLIGHTS

১ এপ্রিল থেকে এই সমস্ত পরিসরের সকল গ্রাহকই ফ্রি রোমিংয়ের সুবিধা তো পাবেনই সঙ্গে উপভোক্তারা পাবেন ফ্রি এসএমএসের পরিষেবাও।

ভারতের প্রথম সারির টেলি কমিউনিকেশন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি, আইডিয়া ঘোষণা করল, "১ এপ্রিল থেকে সমস্ত আইডিয়া নেটওয়ার্ক ব্যবহারকারীদের রোমিং কলে আর কোনও চার্জ দিতে হবে না। ইনকামিং রোমিং ফ্রি"।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

বর্তমানে ভারতে আইডিয়া ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ কোটির কাছাকাছি। দেশের ৪ লাখ শহরে আইডিয়া নেটওয়ার্ক সচল। ১ এপ্রিল থেকে এই সমস্ত পরিসরের সকল গ্রাহকই ফ্রি রোমিংয়ের সুবিধা তো পাবেনই সঙ্গে উপভোক্তারা পাবেন ফ্রি এসএমএসের পরিষেবাও। ইন্টারন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে আইডিয়া, এশিয়া এবং ইউরোপের জন্য আলাদা আলাদা প্ল্যান রেখেছে।

৪০০ মিনিট আউটগোয়িং মিনিট, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩জিবি ডেটা এবং আনলিমিটেড ইনকামিং কল কোনও রোমিং চার্জ না দিয়েই, এশিয়ায় এই প্ল্যানের দাম ২,৯৯৯। এই একই প্ল্যান ইউরোপের জন্য হলে, দাম ৫,৯৯৯। দুই ক্ষেত্রেই প্ল্যানের বৈধতা ৩০ দিন।

আরও দেখুন : রিলায়েন্স জিও-এয়ারটেল-ভোডাফোন: সম্পূর্ণ ডেটা এবং ভয়েস কল চার্টটা দেখে নিন

আরও দেখুন : সাওমি রেডমি 3S আজ হবে বিক্রয় জন্য উপলব্ধ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo