আইডিয়া এই প্ল্যানদুটি রিলায়েন্স জিওর ধন ধনা ধন অফার কে টেক্কা দেওয়ার জন্য নিয়ে আসছে
কিছু রিপোর্ট অনুসারে খবর পাওয়া গেছে যে, আইডিয়া সেলুলার তাড়াতাড়ি বাজারে দুটি নতুন 4G ডাটা প্ল্যান নিয়ে আসতে চলেছে. আইডিয়া এই প্ল্যান দুটি রিলায়েন্স জিওর ধন ধনা ধন অফার কে টেক্কা দেওয়ার জন্য নিয়ে আসছে. এই দুটি প্ল্যানের দাম Rs.297 আর Rs .447. এই অফারটি শুধু 4G হ্যান্ডসেট আর 4G আইডিয়া সিম কার্ড ইউজার্সদের জন্য পাওয়া যাবে.
আইডিয়ার Rs.297 দামের প্ল্যানে ইউজার্সরা আইডিয়া নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল পাবে, সঙ্গে থাকবে প্রতিদিন 1GB 4G ডাটা. এই প্ল্যানের ভ্যালিডিটি 70 দিনের হবে. এই প্ল্যানে প্রতিদিন 300 মিনিট ফ্রি কলিং এর সুবিধা পাওয়া যাবে.
সেখানে আইডিয়ার Rs.447 এর প্ল্যানে যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে. এতেও প্রতিদিন 1GB 4G ডাটা পাওয়া যাবে, এর ভ্যালিডিটিও 70 দিনের হবে. এই প্ল্যানে 3000 মিনিটের ফ্রি কলিং পাওয়া যাবে, তাও 70 দিনের জন্য. FPU লিমিটের পরে ইউজার্সদের 30পয়সা/ মিনিট এর হিসাবে টাকা দিতে হবে.
আপনাদের বলেদি যে, সম্প্রতি Jio Dhan Dhana Dhan অফার এনেছিল জিও. এই নতুন অফারে Jio নিজেদের গ্রাহকদের Rs.309 আর Rs.509 এর রিচার্জে আগামী তিনমাসের জন্য নিজেদের সমস্ত পরিষেবা ফ্রিতে দিচ্ছে. Rs.309 এ প্রতিদিন 1GB 4G ডাটা পাওয়া যাবে, সঙ্গে থাকবে ফ্রি কলিং,এসএমএস আর জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন. সেখানে Rs.509 এর প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন 2GB 4G ডাটা পাওয়া যাবে, এর সঙ্গে ফ্রি কলিং, এসএমএস আর জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও পাওয়া যাচ্ছে. প্ল্যান দুটি 28 দিনের জন্য বৈধ তবে গ্রাহকদের 84 দিন অব্দি কোন রিচার্জ করতে হবেনা.
তবে যেসমস্ত জিও গ্রাহকরা রিলায়েন্স জিও প্রাইম মেম্বারশিপ নেয়নি বা কেউ প্রথমবার জিও সিম নিলে, তাদের জন্য Rs.309 এর প্যাকে Rs.408 (Rs.99 জিও প্রাইম মেম্বারশিপ) দিতে হবে আর, Rs.509 এর প্যাকের জন্য Rs.608 দিতে হবে. আপনাদের মনে করিয়ে দি যে, ট্রাই এর নির্দেশে সম্প্রতি কোম্পানি Jio Summer Surprise অফার উঠিয়ে নিয়েছে.