আইডিয়া সেলুলার 2018 সালের প্রথম দিকের মধ্যে তাদের 4G VoLTE পরিষেবা শুরু করবেঃ রিপোর্ট

আইডিয়া সেলুলার 2018 সালের প্রথম দিকের মধ্যে তাদের 4G VoLTE পরিষেবা শুরু করবেঃ রিপোর্ট
HIGHLIGHTS

4G VoLTE পরিষেবার মাধ্যমে কম দামে কোয়ালিটি ফোন কল করা যায়

খুব তাড়াতাড়ি আইডিয়া সেলুলারও ভারতে তাদের 4G VoLTE কল পরিষেবা শুরু করার পরিকল্পনা করছে। পাওয়া খবর অনুসারে আইডিয়া সেলুলার সামনের বছরের শুরুর দিকের মধ্যে 4G VoLTE কলের পরিষেবা শুরু করে দেবে। আপাতত রিলায়েন্স জিও একমাত্র এমন কোম্পানি যারা 4G voLTE পরিষেবা কলের পরিষেবা দিচ্ছে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

আইডিয়ার পরিকল্পনা এই যে, তারা 2018 সালের শুরু দিকের মধ্যে ভারতে তাদের VoLTE কলিং পরিষেবা নিয়ে আসবে। এর সঙ্গে কোম্পানি তাদের সমস্ত 3G ইউজার্সদেরও 4G নেটওয়ার্কে নিয়ে আসতে চায়।

আপনাদের বলে রাখি যে গত বছর ভারতে জিও তাদের 4G পরিষেবা অফিসিয়ালি নিয়ে এসেছিল, আর সেই সময় থেকে ভারতীয় টেলিকম বাজারে হৈচৈ পরে গেছে। অনেক ইউজার্সই জিওর নেটওয়ার্কে চলে গেছে। তবে অন্যান্য কোম্পানি গুলিও তাদের ইউজার্সদের নিজেদের কাছে রাখার জন্য প্রতিদিনই কোননা কোন অফার নিয়ে আসছে। এর সঙ্গে টেলিকম কোম্পানি গুলি এমন কিছু অফার নিএয় আসছে যাতে ইউজার্সরা তাদের সঙ্গে যুক্ত থাকে। 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo