Idea Cellular রিলায়েন্স জিও আর এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তাদের নিজেদের আনলিমিটেদ কলিং আর 40Gb 4G ডাটার অফার নিয়ে এসেছে, তবে এই প্ল্যানটি আপনারা শুধু এক মাসের জন্য পাবেন আর এই প্ল্যানের দাম 399টাকা
Idea Cellular খুব তাড়াতাড়ি এটা মেনে নিয়েছে যে OnePlus য়ের তরফে নিয়ে আসা OnePlus 6 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ইউজার্সদের বেশি পছন্দ। আর এর জন্য কোম্পানি OnePlus য়ের সঙ্গে চুক্তি করেছে। আর আপনাদের এও বলে রাখি যে Idea Cellular য়ের ইউজার্সদের মধ্যে যারা OnePlus 6 স্মার্টফোনটি কিনবে তারা কোম্পানির তরফে 2,000টাকার ক্যাশব্যাক 20টি বিলিং সাইকেলের জন্য 100টাকার ডিস্কাউন্ট প্রতি মাসে পাবে। আর এছাড়া 499টাকার নির্বানা পোস্টপেড প্ল্যানে ইউজার্সরা নিজেদের পুরো 20 মাসের জন্য 10GB এক্সট্রা ডাটা প্রতি মাসে পাবে। আর আসলে কোম্পানি 499 টাকার আইডিয়া ইউজার্সদের মাত্র 399টাকা পাচ্ছে আর এর জন্য আলাদা ট্যাক্স দিতে হবে।
আর এই প্ল্যানে ফোনের সিকিউরিটি নিয়েও কিছু দেওয়া হয়েছে, এটি চার মাসের জন্য দেওয়া হচ্ছে, আর এর সঙ্গে কোম্পানি তাদের নিজদের ডিজিটা; কন্টেন্ট পরিষেবার সাবক্রিপশানও দিচ্ছে। তবে OnePlus 6 স্মার্টফোনটি শুধু পোস্টপেড ইউজার্সদের জন্য নয় এটি প্রিপেড ইউজার্সদেরও দেওয়া হচ্ছে। আর আপনাদের বলে রাখি যে এই অফারে কোম্পানির তরফে অতিরিক্ত 370GB ডাটা দেওয়া হচ্ছে, আর যা আপনাদের প্রতিদিন 1.1GB ডাটা দবে আর এটি আপনারা 199টাকায় পাবেন আর এতে আপ্ন্রা 12মাসের জন্য রিচার্জের সময়ে পাবেন।
তবে এই প্ল্যানে আপনারা এর সঙ্গে কোম্পানির 300টি SMS আর 50GB ডাটা 20টি বিলিং সাইকেলে পাবেন। আর এছাড়া কোম্পানির 199টাকার প্ল্যানে আপনারা এরকম পাবেন।
সব মিলিয়ে যদি বলা হয় তবে দেখা যাবে যে 499টাকার নির্বানা পোস্টপেড প্ল্যানে আপনারা যে ছার পাবেন টার পরে এতে মাত্র 399টাকা থাকে আর এতে আপনারা আনলিমিটেড কল, 300টি SMS,50GB ডাটা 20টি বিলিং সাইকেলে পাচ্ছেন। আর এছাড়া 199টাকার প্ল্যানে OnePlus6 ইউজার্সরা 2.5GBডাটা প্রতিদিনের হিসাবে পাচ্ছেন আর এর সঙ্গে এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS মোট 28 দিনের জন্য পাওয়া যাচ্ছে। আর এও বলে রাখি যে আপনারা এতে 12মাস পর্যন্ত টানা রিচার্জ করতে হবে।