কোম্পানি অনুসারে তারা গত ১২ মাসে প্রায় ৫০,০০০ ব্রডব্যান্ড সাইটের সঙ্গে যুক্ত হয়, যা 5,888 গুলি শহরে প্রায় 1,05,755 গুলি গ্রাম কভার করবে আর দেশের 45 শতাংশ জনসংখ্যা পর্যন্ত পৌছায়
Idea Cellular তাদের নেটওয়ার্ক সারা দেশে বিস্তার করেছে আর এর সোল সাইটের সংখ্যা বেড়ে 2,60,000 হয়েছে। যাতে 50 শতাংশ সাইটে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা আছে। কোম্পানি সম্প্রতি এই খবর দিয়েছে।
কোম্পানি অনুসারে তারা বিগত ১২ মাসে প্রায় 50,000 ব্রডব্যান্ড সাইট যুক্ত করেছে। যা 5,888 গুলি শহর, প্রায় 1,05,755 গ্রাম কভার করে আর দেশে 45 শতাংশ জনসংখ্যা পর্যন্ত পৌছায়।
কোম্পানি বলেছে যে এই আর্থিক বর্ষে 2018 সালের মধ্যে দেশের ওয়ারলেস নেটওয়ার্কের বিস্তার করতে চায় আর এতে মোট 6,000 কোটি টাকার পুঁজি বিনিয়োগ করবে।