এয়ারটেল আর ভোডাফোনকে প্রতিযোগিতায় ফেলতে আইডিয়া নিয়ে এল নতুন নির্ভানা পোস্টপেড প্ল্যান

এয়ারটেল আর ভোডাফোনকে প্রতিযোগিতায় ফেলতে আইডিয়া নিয়ে এল নতুন নির্ভানা পোস্টপেড প্ল্যান
HIGHLIGHTS

এই নতুন পোস্টপেড প্ল্যানের রেঞ্জ 389 টাকা থেকে 2,999 টাকা অব্দি আর এই প্ল্যান গুলি আনলিমিটেড লোকাল আর এসটিডি কল, প্রতিদিন 100টি SMS আর আলাদা আলাদা ডাটার সুযোগ অফার করে

আইডিয়া সেলুলার নতুন নির্ভা না পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছে যা এরাটেলের মাইপ্ল্যান ইনফিনিটি আর ভোডাফোনের RED পোস্টপেড প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলবে। আইডিয়া মোট 8টি পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছে আর এই সমস্ত প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কল, প্রতিদিন 100টি SMS আর আলাদা আলাদা ডাটার সুযোগ অফার করে। কোম্পানি তাদের পুড়নো প্ল্যান রিম্বেন্ড করে নির্ভানা পোস্টপেড প্ল্যান নাম দিয়েছে। এই প্ল্যান গুলি 389 টাকা থেকে শুরু করে আর এর অধিকতম রেঞ্জ 2,999 টাকা।

 আমরা যেমন আপনাদের জানিয়েছি যে এই নির্ভানা প্ল্যানটি 389 টাকা থেকে শুরু হয় আর এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর এসটিডি কল অফার করে আর এই প্ল্যানের মধ্যে রোমিং ইনকামিনং কল ফ্রি। 389 টাকার পোশটপেড প্ল্যানটি ছাড়া বাকি সমস্ত পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস আর রোমিং এর সময় ইনকামিং আর আউটগোয়িং কল পাওয়া যাচ্ছে। এইডিয়ার এই সমস্ত প্ল্যানে আলাদা আলাদা ডাটা বেনিফিট পাওয়া যায়।

389 টাকার প্ল্যানে 10GB হাই স্পিড ডাটা পাওয়া যাচ্ছে, আর সেখানে 499 টাকা আর 694 টাকার প্ল্যানটিতে যথাক্রমে 20GB আর 35GB ডাটা আর সেইভাবে 649 টাকা, 999 টাকা আর 1,299 টাকাতে যথাক্রমে 35GB, 60GB আর 85GB ডাটা পাওয়া যাচ্ছে আর 1,699 টাকা আর 1,999 টাকা আর 2,999 টাকার পোস্টপেড প্ল্যানে প্রতি বিলিং সার্কেলে যথাক্রমে 110GB, 135GB আর 220GB ডাটা পাওয়া যাচ্ছে।

1,299 টাকা আর 2,999 পোস্টপেড প্ল্যানেফ্রিতে ISD ভয়েস মিনিট ও পাওয়া যাচ্ছে আর ওপরে বলা সমস্ত প্ল্যানে ডাটা রোলওভার স্কিমের সঙ্গে পাওয়া যাচ্ছে আর এতে ইউজার্সরা তাদের প্ল্যান ব্যবহার না করা ডাটা 500GB ডাটা অব্দি তাদের পরবর্তী রিচার্জে এন্ড করতে পারবে। নিরবানা পোস্টপেড প্ল্যানে 1,299 টাকা বা তার কম রিচার্জে গ্রাহকরা 200GB অব্দি ডাটা ফরওয়ার্ড করতে পারে আর 1,699 টাকার বেশির রিচার্জে বা ত্র বেশি টাকার রিচার্জে 500GB অব্দি ডাটা অব্দি ক্যারি ফরোয়ার্ড করা যাবে।

এইডিয়া এই সমস্ত প্ল্যানের সঙ্গে ফ্রি মিউজিক, মুভিজ, গেমস আর ম্যাগাজিন সাবস্ক্রাইবও দিচ্ছে। এছাড়া ইউজার্সরা 499 টাকার বা তার বেশি আইডিয়া সিলেক্টেড মেম্বারশিপও পাওয়া যাবে আর এর মাধ্যমে ইউজার্সরা আইডিয়া স্টোর আর কল স্টোরে প্রায়োরিটি অ্যাক্সেসে পাবে মাই আইডিয়া অ্যাপে স্পেশাল ডিল আর প্রোমোশনও পাওয়া যাচ্ছে।

আর সবার শেষে এই প্ল্যানের 389 টাকা প্ল্যানে ইউজার্সরা আইডিয়া ফোনে সিকিউরিটি ফিচার্স পাচ্ছে যা ১২ মাসের জন্য ফ্রি অ্যান্টি-থেফট, অ্যান্টিভাইরাস আর ড্যামেজ প্রোটেকশান অফার করে।    

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo