রিলায়েন্স জিও লঞ্চ হবার আগেই সব টেলিকম কোম্পানি বৃহত্তর ভাবে তাদের ডেটা প্যাক-এর দামে অনেক বাদসাদ করেছে। বলা হচ্ছে যে, 15 আগস্টে এই সেবা ভারতে চালু করা হবে.
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। খুব শিগগিরই বাজারে আসতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। যার ধাক্কায় এখন জোর ডামাডোলে অন্য সব টেলিকম কোম্পনি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সব টেলিকম কোম্পানি তাদের গ্রাহক দেড় ডেটা প্যাকে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। প্রায় ৬৭ শতাংশ দাম কমিয়ে দিয়েছে সব ডেটা প্যাকের। চলুন দেখে নেওয়া যাক, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া- কে কোথায় দাঁড়িয়ে?
ভোডাফোন তার ডেটা প্যাক ১২ টাকায় তে ৫০ MB দেবে যা ১ দিন এর জন্যে কাজ করবে। এ ছাড়া ৪৪৯ টাকায় ৩GB ২৮ দিন এর জন্যে পাবেন, ৬৫০ টাকায় ৫ GB ২৮ দিন এবং ৯৯৯ টাকায় ১০ GB ২৮ দিন এর জন্য ডেটা প্যাক দেবে। এয়ারটেল টেলিকম এর কথা বলি তো ১৪৫ টাকায় তে ৫৮০ MB দেওয়া হবে, এর সাথে ৪৫৫ টাকা তে ৩ GB ২৮ দিন এর জন্য, ৬৫৫ টাকায় ৫ GB ২৮ দিন এর ভ্যালিডিটি, ৭৫৫ টাকা তে ৬ GB ২৮ দিন এর ভ্যালিডিটি সহ, ৮৫৫ টাকা তে ৭ GB ২৮ দিন এর জন্য, ৯৮৯ টাকা তে ১০ GB ২৮ দিন এর ভ্যালিডিটি সহ পাবেন। যদি আইডিয়া'র বিষয় বলি তো এতে ৩৪৯ টাকা তে ২ GB ২৮ দিন এর ভ্যালিডিটি, ৬৪৯ টাকায় ৫ GB ২৮ দিন এর ভ্যালিডিটি, ৯৯০ টাকায় ১০ GB ২৮ দিন এর ভ্যালিডিটি সহ পাওয়া যাবে।
এবার আসা যাক রিলায়েন্স জিও-র কথায়। যদিও মোবাইল ইন্টারনেটের জন্য রিলায়েন্স জিও-র ঠিক কত কত টাকার ডেটাপ্যাক আনতে চলেছে সেই ছবিটা এখনও পরিষ্কার নয়। তবে, সংস্থা সূত্রে খবর, ৯০ দিনের জন্য ফ্রি আনলিমিটেড 4G মোবাইল ইন্টারনেট ও ভয়েস কলিং সুবিধা নিয়ে আসছে রিলায়েন্স জিও। পরবর্তীতে তিন মাসের জন্য আনলিমিটেড নেট ইউসেজের দাম হবে মাত্র ২৯৯৯ টাকা। আরও জানা যাচ্ছে, জিও ৫০০ টাকায় ১০ GB ডেটা দিতে চলেছে গ্রাহকদের। আর ১ GB ডেটাপ্যাকের দাম হবে মাত্র ৮০ টাকা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.