দেশের অন্যতম বড় টেলিকম কোম্পানি আইডিয়া সেলুলার এবার মহারাষ্ট্র ও গোয়া, গুজরাত, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা আর মধ্যপ্রদেশ আর ছত্তিসগড়ে নিজেদের ভোল্টা পরিষেবা নিয়ে এসেছে
দেশের অন্যতম প্রধান দূরসঞ্চার কোম্পানি আইডিয়া সেলুলার এবার প্রধান কিছু জায়গায় যেমন- মহারাষ্ট্র ও গোয়া, গুজরাত, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা আর মধ্যপ্রদেশ আর ছত্তিসগড়ে নিজেদের ভোল্টা পরিষেবা নিয়ে এসেছে। এই অঞ্চলে আইডিয়ার গ্রাহক্রা VoLTE প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে চলেছেন।
আইডিয়া মঙ্গলবার একটি ব্যক্তব্যে বলেছে যে আইডিয়া VoLET 4g পরিষেবা নেটওয়ার্কে হাই ডেফিনেশান ভয়েস পরিষেবা দেবে যা ব্যাকগ্রাউন্ডে নয়েস কম করার ক্ষেত্রে সেকেন্ডারি ভয়েস কলের তুলনায় বেশি স্বাভাবিক ভয়েস দেবে। আর এই তিব্র কল কানেকশান আর ব্যাটারির ইউটিলাইজেশান দেবে।
বক্তব্যে আরও বলা হয়েছে যে এই পরিষেবা দ্বারা গ্রাহকরা ভয়েস কলের ক্ষেত্রে কোন রকমের সমস্যা ছাড়া 4g ইন্টারনেটের সুবিধা নিতে পারবেন। আর এর ফলে কলের মাধ্যমে আপনারা 3g আর 2g নেটওয়ার্কের সঙ্গেও কানেক্ট করতে পারবেন।
কোম্পানি বলেছে যে আইডিয়া VoLTE’র মাধ্যমে গ্রাহকরা মোবাইল আর ল্যান্ডলাইন নেটওয়ার্কে কল করতে পারবেন। আর আইডিয়া সেলুলারের প্রধান বিপনন আধিকারিক শশী শঙ্কর বলেছেন ,” আইডিয়া VoLTE লঞ্চ করে গ্রাহকদের ডিজিটাল কানেক্ট করে আমাদের দায়বদ্ধতা আমরা প্রমান করছি। এই আইডিউয়া মোবিলিটির যাত্রার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। আর এবার গ্রাহকরা আরও ভাল কলের সুযোগ পাবেন”।