কী করে বাড়াবেন জিও-র স্পিড? স্রেফ এগুলি করে দেখুন…

Updated on 09-Dec-2016
HIGHLIGHTS

প্রথম দিকে জিও-র স্পিড খুব ভাল থাকলেও এক সপ্তাহের মধ্যে নাকি অনেক কমে যায় ইন্টারনেট স্পিড, এমনটাই অভিযোগ বহু গ্রাহকের। কিন্তু এবার সেই সমস্যার সমাধান। আপনি নিজেই পারবেন জিও-র স্পিড বাড়িয়ে নিতে।

বাজারে পা রেখেই একমাসের মধ্যে প্রায় 5 কোটি গ্রাহক জুটিয়ে নিয়েছে জিও। ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যানের পর আরও বেড়েছে গ্রাহক সংখ্যা। কিন্তু জিও-র কানেকশন নিয়ে সমস্যা থেকেই গিয়েছে।

আরও দেখুন : রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএলের নতুন 4G অফারগুলো জানেন?

অনেকেই অভিযোগ তুলেছিলেন, প্রথম দিকে খুব ভাল থাকলেও এক সপ্তাহের মধ্যে নাকি অনেক কমে যায় জিও-র ইন্টারনেট স্পিড। কিন্তু এবার সেই সমস্যার সমাধান। আপনি নিজেই পারবেন জিও-র স্পিড বাড়িয়ে নিতে।

LTE ব্যান্ড বদলের মাধ্যমে আপনি নিজেই বাড়িয়ে নিতে পারেন জিও স্পিড। স্লো ইন্টারনেটের সমস্যা হলে আপনি এই পদ্ধতিগুলি প্রয়োগ করে দেখুন। নিমেষে সব সমস্যার সমাধান হয়ে যাবে-

1) প্রথমে প্লে স্টোর থেকে 'এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড'(MTK Engineering Mode) ডাউনলোড করুন।

2) এবার ২৩০০ মেগাহার্টজ(2300 MHz)কে বদলে দিয়ে এলটিই ব্যান্ড ৪০(LTE Band 40) করুন।

3) এবার এফডিডি-এলটিই(FDD-LTE) থেকে ১৮০০/৮৫০ মেগাহার্টজ(1800/850 MHz) সেট করুন।

4) এবার এই সেটিংসটি সেভ করে নিলেই হল। এরপর নিজেই দেখতে পাবেন কেমন করে বদলে গিয়েছে ইন্টারনেট স্পিড।

আরও দেখুন : লেনোভো মোটো M স্মার্টফোন 13 ডিসেম্বর ভারতে হবে চালু

আরও দেখুন : ভোডাফোন তাদের 4G গ্রাহকদের জন্য চালু করলো ডবল ডাটা অফার

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :