প্রথম দিকে জিও-র স্পিড খুব ভাল থাকলেও এক সপ্তাহের মধ্যে নাকি অনেক কমে যায় ইন্টারনেট স্পিড, এমনটাই অভিযোগ বহু গ্রাহকের। কিন্তু এবার সেই সমস্যার সমাধান। আপনি নিজেই পারবেন জিও-র স্পিড বাড়িয়ে নিতে।
বাজারে পা রেখেই একমাসের মধ্যে প্রায় 5 কোটি গ্রাহক জুটিয়ে নিয়েছে জিও। ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যানের পর আরও বেড়েছে গ্রাহক সংখ্যা। কিন্তু জিও-র কানেকশন নিয়ে সমস্যা থেকেই গিয়েছে।
অনেকেই অভিযোগ তুলেছিলেন, প্রথম দিকে খুব ভাল থাকলেও এক সপ্তাহের মধ্যে নাকি অনেক কমে যায় জিও-র ইন্টারনেট স্পিড। কিন্তু এবার সেই সমস্যার সমাধান। আপনি নিজেই পারবেন জিও-র স্পিড বাড়িয়ে নিতে।
LTE ব্যান্ড বদলের মাধ্যমে আপনি নিজেই বাড়িয়ে নিতে পারেন জিও স্পিড। স্লো ইন্টারনেটের সমস্যা হলে আপনি এই পদ্ধতিগুলি প্রয়োগ করে দেখুন। নিমেষে সব সমস্যার সমাধান হয়ে যাবে-
1) প্রথমে প্লে স্টোর থেকে 'এমটিকে ইঞ্জিনিয়ারিং মোড'(MTK Engineering Mode) ডাউনলোড করুন।
2) এবার ২৩০০ মেগাহার্টজ(2300 MHz)কে বদলে দিয়ে এলটিই ব্যান্ড ৪০(LTE Band 40) করুন।
3) এবার এফডিডি-এলটিই(FDD-LTE) থেকে ১৮০০/৮৫০ মেগাহার্টজ(1800/850 MHz) সেট করুন।
4) এবার এই সেটিংসটি সেভ করে নিলেই হল। এরপর নিজেই দেখতে পাবেন কেমন করে বদলে গিয়েছে ইন্টারনেট স্পিড।