কি করে অনলাইনে টাটা স্কাইয়ের চ্যানেল নেবেন

Updated on 29-May-2019
HIGHLIGHTS

টাটা স্কাইয়ের অনলাইন পোর্টাল থেকে এই কাজ করতে পারবেন

ফোনের মাধ্যমেও এই কাজ করা যাবে

এই সময়ে DTH পরিষেবা গুলি বেশ জনপ্রিয় আর এর মধ্যে টাটা স্কাইও নিজেদের আলাদা একটা জায়গা করে নিয়েছে। আর আজকাল এই পরিষেবার জন্য কোম্পানি বেশ কিছু আলাদা প্রোমো প্যাকও নিয়ে এসেছে। আর আপনারা এর মধ্যে যদি এই টাটা স্কাইয়ের পরিষেবা অনলাইনে নিতে চান আর সেই বিষয়ে আপনারা ডিটেলে না জানেন। মানে সোজা কথায় কি করে অনলাইনে টাটাস্কাইয়ের পরিষেবা নেওয়া যায় আজকে আমরা সেই বিষয়েই আপনাদের জানাব। আসুন তবে সেই প্রক্রিয়া এখানে দেখে নেওয়া যাক।

কি করে টাটা স্কাইয়ের অনলাইন কানেকশান নেবেন

  • এর জন্য প্রথমে আপনাদের টাটা স্কাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আর সেহানে গিয়ে মেনুতে নিউ কানেকশনাএ ক্লিক করুন।
  • আর এবার এখানে ড্রপ ডাউনে নতুন কানেকশান দেখা যাবে এখানে ক্লিক করতে হবে।
  • আর এবার একটি নতুন পেজ ওপেন হবে সেই পেজে বেশ কিছু আলাদা ইয়াক থাকবে।
  • এখানে আপনারা  Rs 1499, Rs 1699, Rs 6400, Rs 9300 প্ল্যান গুলি পাবেন। আর এই প্ল্যান গুলির দুটি SD আর দুটি HD প্ল্যান। আর এখানে আপনারা 4K ও পাবেন।
  • এখানে আপনি নিজের পছন্দের প্ল্যান নিতে পারবেন। আর যে প্ল্যান নিতে চান তার ওপর ক্লিক করুন।
  • আর এবার প্ল্যান বাছার পরে আপনারা একটি পেজে যাবেন সেখানে আপনারা অনেক কানেকশান দেখতে পারবেন। আর এখান থেকেও নিজেদের পছন্দের প্ল্যান নিতে পারবেন।
  • এবার এই প্ল্যানের নিচে বুক কানেকশান অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে। আর এবার এখানে টয়াটা স্কাই নিজে থেকে কানেক্ট করবে আপনার সঙ্গে। আর এবার আপনারা কিছু প্ল্যানের ডেলিভারি পাবেন।
  • আর এবার আপনারা অনলাইনে যদি প্ল্যান না বাছতে চান তবে আপনারা টাটা স্কাইয়ের 07411774117 নাম্বারে কল করেও নিজের জন্য প্ল্যান বাছতে আর কানেকশান বুক করতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :