BSNL মানে ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার তাদের গ্রাহকদের জন্য একটি দারুন ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। এই অফারে কোম্পানি 25% ক্যাশব্যাক দিচ্ছে। আসুন তবে এই অফারটির বিষয়ে আমরা এখানে আরও একটু ডিটেলে জানি।এই ক্যাশব্যাক ল্যান্ডলাইন গ্রাহকদের জন্য কোম্পানি নিয়ে এসেছে।
BSNL য়ের 25% ক্যাশব্যাক অফার কি করে পাবেন
BSNL তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য এই প্ল্যান নিয়ে এসেছে। তবে এই বিষয়ে যদি আপনারা আরও ডিটেলে জানতে চান তবে BSNL য়ের অফিসিয়াল সাইট থেকে জানতে পারবেন।
প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে যারা এই সময়ে কোম্পানির গ্রাহক তারা নিজেদের কম্পিউটার মোবাইল স্ক্রিনে ব্যানারে এই 25% ক্যাশব্যাকের কথা জানা গেছে। এবার এই নিয়ে গ্রাহকরা নিজেদের পছন্দ আর অপছন্দ জানাতে পারবেন।
এবার গ্রাহকরা যদি রাজি থাকেন এই সাবস্ক্রিপশান স্কিমে তবে তাদের জন্য এই প্রসেসে কাজ করতে হবে-
প্রথমে গ্রাহকদের নিজেদের কাস্টমার আইডি (ল্যান্ডলাইন বা FTTH ব্রডব্যান্ড নাম্বার ) দিয়ে ক্যাপচা দিতে হবে।
এবার সাবস্ক্রাইবাররা তাদের ফোনে একটি OTP পাবেন আর এবার এই OTPO এখানে দিতে হবে আর পরের স্টেপে জাওয়া যাবে।
এবার একটি স্ক্রিন খুলে যাবে যা অ্যানুয়াল প্ল্যান দেখাবে। এখানে নিজেদের ডিটেল ভেরিয়ফাই করুন।
এবার আপনি যদি নিজের প্ল্যান 25% ক্যাশব্যাকে পরিবর্তন করতে চান তবে এখানে সাবমিটে ক্লিক করুন।
এবার এখানে একটি মেসেজ আসবে যা # য়ের সঙ্গে দেখা যাবে আর সেখানে আপনারা কাজ সফল ভাবে হয়েছে জানাবে। আর যদি তা না হয় তবে এখানে তাও জানানো হবে।
BSNL য়ের এই 25% ক্যাশব্যাক অফারের শর্ত
আপনারা যদি একটি প্ল্যানে থাকেন তবে এই প্ল্যান পাবেন না।
এক মাসের জন্য সাবস্ক্রিপশান চেঞ্জ করা যাবে।
ক্যাশব্যাক শুধু অ্যানোয়াল প্ল্যানের জন্য বৈধ।
ক্যাশব্যাক কাস্টমারের অ্যাকাউন্টে ক্রেডিট হবে।
সাবস্ক্রাইবার যদি কম রেন্টাল প্ল্যানে চেঞ্জ করে তবে এই ক্যাশব্যাক এক বা কম দামে আসবে।
যারা এই অফার পাবেন তারা এই ক্যাশব্যাক একবার মাত্র পাবেন।