BSNL 4G: সরকারী টেলিকম কোম্পানি BSNL সম্প্রতি গ্রাহকদের প্রথম পছন্দ হয় উঠেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহক সংখ্যা অনেকটা বাড়িয়ে নিয়েছে। এখানেই শেষ নয়, কোম্পানি গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। পাশাপাশি, বিএসএনএল 4G এবং 5G নেটওয়ার্কেও জোরকদমে কাজ করছে।
বিএসএনএল গ্রাহকদের হাই-স্পিড ডেটা দেওয়ার জন্য দ্রুত 4G নেটওয়ার্ক চালু করছে। কোম্পানির তরফে প্রায় 75 সাইটে 4G সার্ভিস লাইভ করে দেওয়া হয়েছে। শীঘ্রই অন্যান্য জায়গায় 4G পরিষেবা শুরু করবে কোম্পানি।
আপনি যদি দামি রিচার্জ থেকে মুক্তি পেতে চান তবে বিএসএনএল এর সিম কেনার আগে বা আগে থেকে ব্যবহার করছেন তবে আগেই চেক করে নিন যে আপনার এলাকায় 4G কানেক্টিভিটি এসেছে কিনা। বলে দি যে বিএসএনএল কিছু এলাকায় 4জি সার্ভিস রোলআউট করেছে।
BSNL 4G পরিষেবা কীভাবে চেক করবেন
বিএসএনএল 4জি চেক করার জন্য সবার প্রথম গুগাল সার্চে যেতে হবে।
এখানে ‘nPerf BSNL নেটওয়ার্ক কভারেজ’ টাইপ করে সার্চ করতে হবে।
এবার আপনাকে nPerf ওয়েবসাইটে লিংক করে ভিজিট করতে হবে।
এখানে আপনাকে দেশ বা এলাকা সেলেক্ট করতে হবে এবং নেটওয়ার্ক অপারেটার হিসেবে বিএসএনএল বেছে নিতে হবে।
আপনি ডিসপ্লেতে একটি Map দেখথে পারবেন। এই ম্যাপে সেই সমস্ত জায়গা দেখানো হবে যেখানে বিএসএনএল 4জি শুরু হয়ে গেছে।
আপনি বক্সে আপনার এলাকার নাম সার্চ করে সহজেই জেনে নিতে পারেন যে আপনার এরিয়াতে বিএসএনএল 4জি পরিষেবা শুরু হয়ছে কিনা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.