BSNL একমাত্র টেলিকম কোম্পানি যারা পোস্টপেড প্ল্যানে বাৎসরিক পেমেন্ট অফার করছে
BSNL একমাত্র কোম্পানি যারা বাৎসরিক পেমেন্ট অপশান অফার করে
আর এই সুব্দিহা এবার পোস্টপেড প্ল্যানে দেওয়া হচ্ছে
আর এই প্ল্যানের দাম 1,115 টাকা থেকে শুরু হচ্ছে
BSNL একমাত্র কোম্পানি যারা এক বছরের পোস্টপেড প্ল্যান দিচ্ছে। আর আমরা 365 দিনের প্রিপেড প্ল্যান এর আগে দেখেছি যা এয়ার টেল থেকে জিও সবাই দিয়ে থাকে। আর এবার BSNL এমন কোম্পানি যারা পোস্টপেড প্ল্যানে এক বছরের জন্য নিয়ে এসেছে।
যারা জানেন না তাদের বলে রাখি যে BSNL য়ের কাছে একাধিক পোস্টপেড প্ল্যানের পোর্টফোলিও আছে যা 99 টাকা (এক বছরের জন্য 1,115 টাকা) থেকে শুরু হয়। BSNL য়ের আনা প্রিমিয়াম পোস্টপেড প্ল্যানের দাম BSNL পোস্টপেড প্ল্যানের দাম 1,525 টাকা যা কোন স্পিড লিমিট ছাড়া FUP লিমিট ছাড়া এসেছে আর সঙ্গে আছে আনলিমিটেড কল, 1,525 টাকার পোস্টপেড প্ল্যানের এক বছরের দাম 17,164 টাকা(ট্যাক্স সহ) । BSNL গ্রাহকদের বাস্তবে ভাল পোস্টপেড সেগমেন্ট দিচ্ছে। তবে এক বছরের টাকা প্রথমেই দিতে হচ্ছে আর তাই পোস্টপেড প্ল্যানের কল করার কোন মানে নেই কারন BSNL য়ের কাছে একাধিক ভাল প্রিপেড প্ল্যান আছে।
BSNL য়ের একাধিক দারুন সব পোস্টপেড প্ল্যান আছে। এক বছরের জন্য পোস্টপেড প্ল্যানের দাম 1,115 টাকা যা 500MB ডাটা, 100টি SMS আর 50 টাকার ভয়েস কল দিচ্ছে।। আর এর পরে আছে 149 টাকার পোস্টপেড প্ল্যান যা 500MB ডাটা, 100 ,মিনিট ফ্রি ভয়েস কল , 100 টি SMS আর এক চবহ্রের জন্য 1,677 টাকার ট্যাক্স নেবে। 225 টাকার প্ল্যানে 3GB ডাটা, 100 টি SMS আর 180 মিনিটের ভয়েস কলের সুবিধা আছে। আর এর দাম এক বছরের জন্য 2,532 টাকা।
প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে কোম্পানির কাছে 399 টাকার অপশান আছে যা গ্রাহকদের 30GB ডাটা দেয় আর এটি FUP স্পিডের পরে 40kbps ভারতের ভেতরে কল দেয় আর এর সঙ্গে আছে প্রতিদিনের 100 টি SMS আর এর দাম 4,389 টাকা।
BSNL য়ের Rs 525, Rs 725, Rs 1,125আর Rs 1,525 য়ের প্ল্যানে যথাক্রমে এক বছরের জন্য 5909 টাকা, 81,60 টাকা, 12,662 টাকা আর 17,164 টাকা BSNL য়ের 1,525 টাকার পোস্টপেড প্ল্যানে এই মাসে কোন স্পিড লিমিট ছাড়া আনলিমিটেড ডাটা আছে আর এর দাম আমরা আপন্দাএর যা বলেছি তা ট্যাক্স ছাড়া আর এই দিকটি আপনাদের খেয়াল রাখতে হবে।