আপনাদের বলে রাখি যে এয়ারটেল তাদের একটি নতুন 248 টাকার প্রিপেড প্ল্যান (FRC) লঞ্চ করেছে। আর এটি প্রথমবার বা দ্বিতীয়বার রিচার্জ কারি ইউজার্সদের জন্য। আপনাদের বলে রাখি যে এই প্ল্যানের সব থেকে বড় বৈশিষ্ট্য 229 টাকার প্রিপেড প্ল্যানের মতন। এর আমেন এই যে এই প্ল্যানটি এয়ারটেলের নিজেদের 229 টাকার প্রিপেডপ্ল্যানের দাম বাড়িয়ে 248 টাকা করা হয়েছে। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে স্মপ্রতি কোম্পানি তাদের FRC 345 টাকা আর 559 টাকার প্ল্যান বন্দ করেছে। আর এবার কোম্পানির কাছে চারটি মাত্র FRC প্ল্যান আছে এগুলি হল- 76 টাকা, 178 টাকা, 248 টাকা আর 495 টাকা। আর আপনাদের বলে রাখি যে এই 248 টাকার প্ল্যানে আপনারা কোম্পানির 229 টাকার প্ল্যানের জায়গায় পাবেন। আর এই নতুন প্ল্যানটি 28 দিনের বৈধতার সঙ্গে এসেছে। আর এর সঙ্গে এই প্ল্যানে আপনারা প্রতিদিন 1.4GB ডাটা পাবেন আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড কল আর প্রতিদিন 100 টি SMS য়ের সুযোগ পাবেন।
সম্প্রতি এয়ারটেলের তরফে একটি ঘোষনা করা হয়েছে সেই ঘোষনা অনুসারে ইউজার্সরা 1000GB ডাটা এক্সট্রা পাবে। এয়ারটেল নতুন অফার করেছে যেখানে এক্সটড়া ডাটা প্রায় 1000GB বা 1TB পাওয়া যাচ্ছে। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই ডাটা আপনারা 6 মাসের বৈধতার সঙ্গে পাবেন। আর এছাড়া এই ডাটার সুবিধা আপনারা কোম্পানির সব থেকে দারুন আর একটু দামি ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে ব্যাবহার করতে পারবেনব। আর এই অফারের বৈধতা 31 মার্চ 2019 পর্যন্ত ছিল তবে এবার টেলিকমটকের একটি রিপোর্ট অনুসারে এই অফারের সময় বাড়ানো হয়েছে বলা ঝ্যেছে, আর এবার এই অফার এক্সপায়ার হবে না।
এর মানে এই যে আপনারা যদি এয়ারটেলের কোন বি ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান নেন তবে আপনারা এই ডাটা নিতে পারবেন। আর এই ডাটার সুবিধা 6 মাসের জন্য নিতে পারবেন। আর আপনারা না জানলে বলে রাখি যে এয়ারটেলের বি ফাইবার প্ল্যান অনেক শহরে শুরু হয় 399 টাকার প্ল্যান থেকে। আর এছাড়া আপনারা যদি 300mbps স্পিডের সঙ্গে কিছু প্ল্যানের বিষয়ে জানতে চান তবে বলে রাখি যে এর দাম 2,199 টাকা পর্যন্ত এর সঙ্গে অবশ্য সব ট্যাক্সও অ্যাডেড।
আমরা যদি বোনাস ডাটার বিষয়ে বলি তবে আপনাদের বলে রাখি যে আপনারা 799 টাকা বা তার বেশি প্ল্যানে এই অফার পাবেন। আর এতে আপনারা 100GB FUP লিমিট পাবেন। আর এর সঙ্গে আপনারা 40Mbps স্পিড পাবেন। আর আপনারা যদি 799 টাকার প্ল্যানের কথা বলেন তবে আপনারা 500GB বোনাস ডাটা পাবেন। আর এছাড়া আপনারা 999টাকার প্ল্যানে বোনাস ডাটা পাবেন। আর এর সঙ্গে 1299 টাকার প্ল্যানেও বোনাস ডাটা পাবেন। আর এই ভাবে আপনারা 1999 টাকার প্ল্যানেও বোনাস ডাটা পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।