TATA SKY: DTH অপারেটারে আনল বাংলা স্পেশাল 4টি দারুন প্যাক

Updated on 24-May-2019
HIGHLIGHTS

Tata Sky Star Bengali Value A pack য়ের দাম 57.8 টাকা

Tata Sky Star Bengali Premium A plan 17টি চ্যানেল পাওয়া যাচ্ছে

এপ্রিল মাসে টাটা স্কাই ‘আঞ্চলিক স্মার্ট প্যাক’ ইউজার্সদের জন্য এনেছিল আর এবার আরও একবার তারা স্টার ব্রডকাস্ট প্ল্যান নিয়ে এসেছে। আর এই প্যাকের প্রাথমিক দাম 49 টাকা থেকে শুরু হচ্ছে। আর একটি স্পেশাল ব্যাপার এই যে এর দাম কোন ট্যাক্স ছাড়া এসেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে Tata Sky এই নতুন ব্রডকাস্টার অ্যাক স্পেশালি বাঙলার দর্শক দের জন্য নিয়ে এসেছে। এই 4টি প্যাকে আছে Star Bengali Value A pack, Star Bengali Value B pack, Star Bengali Premium A packআর Star Bengali Premium B pack ।

এর আগে টাটা স্কাই রিজিনাল ব্রডকাস্ট প্যাকের বিষয়ে সবার আগে টেলিকন টকের কাছ থেকে জানা গেছিল। আর এই সব প্যাক সবার কম দামে আপনারা স্টার বাংলা ভ্যালু A প্যাক পাবেন যার দাম 49 টাকা আর এটি ট্যাক্স ছাড়া। আর সেখানে আর ট্যাক্স অ্যাড করার পরে এর দাম 57.8 টাকা বলা হচ্ছে। আর এই প্যাক 14টি SD চ্যানেল পাওয়া যাবে যে তালিকায়  National Geographic, Star Gold, Jalsha Movies, Star Sports 2, Star Sports 3 সহ আরও একাধিক চ্যানেল আছে।

Star Bengali Value B pack প্যাকে স্টার বাংলা ভ্যালু A প্যাকের দাম এসেছে এতেও 14টি চ্যানেল আছে আর এই দুই প্ল্যানের মধ্যে স্টার বাংলা ভ্যালু প্যাকে স্টারস্পোর্স্ট 1 বাংলার জায়গায় স্টার স্পোর্টস 1 হিন্দি আসবে।

স্টার বাংলা প্রিমিয়াম A প্ল্যানে আপনারা 79 টাকাতে পাবেন আর ট্যাক্সের পরে এর দাম 93.2 টাকা হচ্ছে। আর এই প্যাক 17টি চ্যানেলের সঙ্গে পাওয়া যাবে তাতে আপনারা Fox Life, Nat Geo Wild, National Geographic, Star Gold Select, Star Sports 1, Star Sports 2, Star Sports 3, Star Sports 1 Bangla, আর বাকি চ্যানেল আছে।

আর সেখানে স্টারবংলা হিন্দি প্রিমিয়াম B প্ল্যানের দাম ট্যাক্সের পরে 100.30 টাকা প্রতি মাসের হিসাবে। আর এই প্যাকে 21টি চ্যানেল পাওয়া যাবে আর এতে আপনারা Star Sports 1 Banglর জায়গায় Star Sports 1 Hindi  হিন্দি পাবেন। আর সেখানে বাকি চ্যানেলে Movies OK, Star Utsav Movies, Star Bharat আর Star Utsav আছে। আর এমনিতে আপনারা নতুন প্যাকে কোম্পানির ওয়েবসাইটে গিতে দেখতে পারবেন সেখানে এখন এই প্ল্যান লাইভ করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :