4 ডিসেম্বর 2016 এর পর যাঁরা নতুন জিও কানেকশন নিয়েছেন, তাঁরা জিও-র ওয়েলকাম অফারের সুবিধা পাবেন না।
জিও-র ট্যারিফ প্ল্যান ঘোষণা করে দেশের টেলিকম মার্কেটে ঝড় তুলে দিয়েছিলেন মুকেশ আম্বানি। জিও সিম কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। একমাসে জিও প্রায় 1 কোটি 60 লাখ গ্রাহক টানতে সক্ষম হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়। তবে হাল ছাড়তে নারাজ অন্য বড় টেলিকম সংস্থাগুলিও। সস্তার চেয় সস্তা ডেটা প্ল্যান ঘোষণা করে দেশের টেলিকম ব্যবস্থার সংজ্ঞা বদলে দিয়েছে জিও।
সম্প্রতি মুকেশ আম্বানি ফ্রি ডোমেল্টিক ভয়েস কলের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছেন। নতুন অফারের নাম দিয়েছেন জিও ‘হ্যাপি নিউ ইয়ার অফার’। যা আগামী বছর অর্থাত্, 2017 সালের 31 জানুয়ারী পর্যন্ত বৈধ থাকবে। কিন্তু অনেক গ্রাহকের মনেই একটা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা বুঝতে পারছেন না, জিও-র ওয়েলকাম অফার এবং হ্যাপি নিউ ইয়ার অফারের মধ্যে তফাত্টা কোথায়? আপনার মনেও যদি এমন কোনও প্রশ্ন থাকে, তাহলে জেনে নিন।
4 ডিসেম্বর 2016 এর পর যাঁরা নতুন জিও কানেকশন নিয়েছেন, তাঁরা জিও-র ওয়েলকাম অফারের সুবিধা পাবেন না। জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার 4 ডিসেম্বর 2016 থেকে সমস্ত নতুন জিও গ্রাহকেরা পাবেন। জিও-র ওয়েলকাম অফার এবং হ্যাপি নিউ ইয়ার অফার, দুটো ক্ষেত্রেই আনলিমিডেট জিও 4G পরিষেবা পাওয়া যাবে।