ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর তরফে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করা হয়। কোম্পানি এমন অনেক সস্তা প্ল্যান অফার করে যা কম খরচে কলিং এবং ডেটা অফার করে। আমরা এই খবরে বিএসএনএল এর 100 টাকা কম দামের কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। আসুন বিএসএনএল এর সেরা রিচার্জ প্ল্যানের তালিকা দেখে নেওয়া যাক।
এই তালিকার সবচেয়ে সস্তা প্ল্যান 18 টাকার আসে। গ্রাহকরা এতে 2 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো 2 দিন আনলিমিটেড ভয়েস কলিং সহ এতে প্রতিদিন 1 জিবি ডেটা সহ আনলিমিটেড ডেটা অফার করা হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
আরও পড়ুন: অর্ধেক দাম OnePlus 12 5G কেনার সুযোগ, OnePlus 13 লঞ্চের আগে কমল দাম, জানুন কোথায় পাবেন এই অফার
কোম্পানি এতে 7 দিনের ভ্যালিডিটি অফার করছে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা এতে ট্রু আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়া থাকছে 1 জিবি ডেটা প্রতিদিন।
বিএসএনএল এর 87 টাকার রিচার্জ প্ল্যানে 14 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। গ্রাহকরা 14 দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। কলিংয়ের পাশাপাশি এতে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকরা 40kbps ইন্টারনেট স্পিড সহ আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া এতে Hardy Mobile Games পরিষেবাও দেওয়া হচ্ছে।
60 দিনের ভ্যালিডিটি দেওয়া হয় বিএসএনএল এর 91 টাকার রিচার্জ প্ল্যান। তবে গ্রাহকদের 15 পয়সা প্রতি মিনিট হিসেবে কলিংয়ের জন্য টাকা খরচ করতে হবে। এছাড়া ডেটা হিসেবে এতে প্রতি 1MB পয়সা এবং 25 পয়সা প্রতি এসএমএস টাকা দিতে হবে।
এই রিচার্জ প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। গ্রাহকরা এতে 200 মিনিট ভয়েস কল এবং 3GB ডেটা সুবিধা পাবেন পুরো 30 দিনের জন্য।
গ্রাহকরা এতে 15 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটিতে লোকল, এসটিডি এবং রোমিং সুবিধা দেওয়া হয়। এছাড়া এতে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbos হয় যাবে। যার পর গ্রাহকরা এতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
কোম্পানি এতে 17 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। গ্রাহকরা এতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। তবে এতে কোনো ডেটা সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: মাত্র 6499 টাকায় লঞ্চ হল 5000mAh ব্যাটারির স্মার্টফোন, প্রথম সেল 26 নভেম্বর