BSNL য়ের 2,999 টাকার ব্রডব্যান্ড প্ল্যানে এবার অসাধারন অফার পাওয়া যাচ্ছে
ভারত সঞ্চার নিগম লিমিটেড চেন্নাই সার্কেলে তাদের FTTH ফাইবার টু দ্যা হোম প্ল্যানে কিছু পরিবর্তন করেছে আর আপনাদের বলে রাখি যে BSNL য়ের কাছে চেন্নাই সার্কেলে মোট 6টি FTTH প্ল্যান আছে আর এদের FUP স্পিড রিভাইজ করা হয়েছে
ভারত সঞ্চার নিগম লিমিটেড চেন্নাই সার্কেলে তাদের FTTH ফাইবার টু দ্যা হোম প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। আর আপনাদের বলে রাখি যে BSNL য়ের কাছে চেন্নাই সার্কেলে মোট 6টি FTTH প্ল্যান আছে আর এদের FUP স্পিড রিভাইজ করা হয়েছে। তবে এই পরিবর্তনও চেন্নাই সার্কেলেই হয়েছে।
আপনাদের বলে রাখি যে BSNL ব্রডব্যান্ড প্ল্যানে 999,1,299 টাকা 1,699, 1,999. 2,999 আর 4,999টাকার প্ল্যানে আসবে। আর এই সব প্ল্যানেই এবার BSNL মট 3.5TB প্রতিমাসে FUP লিমিট দেওয়া হচ্ছে। আর আপনাদের বলে রাখি যে 2,999 টাকার প্ল্যানে এবার 2TB বা 2000GB FUP লিমিট প্রতিমাসে আর প্রায় 10Mbps স্পিড পাওয়া যাচ্ছে।
আর এর সঙ্গে আপনাদের নিশ্চই এও মনে আছে যে সম্প্রতি BSNL তাদের দুটি Ananth আর Ananth Plus কলিং প্ল্যান নিয়ে এসছিল। আর এদের দাম মাত্র 105 টাকা আর 328 টাকা।
BSNL Ananth 105 টাকার প্রিপেড প্ল্যান
BSNL Ananth প্ল্যান শুরু হচ্ছে 105 টাকায়। এতে আনলিমিটেড কলিং লোকাল আর STD আর রোমিংও আছে। আর এর সঙ্গে এও বলে রাখি যে এতে 26 দিনের জন্য বৈধ। আর এর কলিংয়ের জন্য BSNL একটি স্পেশাল রিচার্জ প্ল্যান এনেছে যাতে কোন FUP লিমিট নেই।
BSNL Ananth Plus 328 টাকার প্ল্যান
এবার BSNL য়ের স্পেস্লা রিচার্জ প্ল্যানটির বিষয়ে কথা বলা যাক এই প্ল্যানটি 90 দিনের বৈধতা যুক্ত প্ল্যান। আর এটির দাম 319 টাকা কিছু ক্ষেত্রে তবে অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানা সার্কেলে এটি 328 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে। আর এতে আপনারা আগের প্ল্যানের মতন সুবিধা পাবেন।