BSNL রুরাল এক্সচেঞ্চে 25,000 গুলি ওয়াই-ফাই হটস্পট লাগাবে

Updated on 12-Jun-2017
HIGHLIGHTS

BSNL আগামী 6 মাসে তাদের রুরাল এক্সচেঞ্চে ওয়াই-ফাই হটস্পট লাগাবে

BSNL শুক্রবার আন্তর্জাতিক সার্ভিস অ্যালিগেশন ফান্ডের সঙ্গে তাদের রুরাল এক্সচেঞ্জে 25,000 গুলি ওয়াই-ফাই হটস্পট লাগানোর চুক্তি করেছে।

BSNL পরিকল্পনা করেছে যে, আগামী 6 মাসের মধ্যে তারা এই লক্ষ্যটি পুরন করতে পারবে। এই চুক্তিটি নিউ দিল্লিতে করা হয়েছে।

BSNL এই পরিকল্পনার মাধ্যমে গ্রমাঞ্চলেও ওয়াই-ফাই এর সুবিধা দিতে চায়, যাতে গ্রামাঞ্চলের মানুষরাও ইন্টারনেটের সুবিধা পেতে পারে।

আপনাদের জানিয়ে রাখি যে, সম্প্রতি BSNL, INMARSAT এর মাধ্যমে স্যাটেলাইট ফোন পরিষেবা শুর করেছে। এবার আগামী 2 বছরে সারা দেশে এই পরিষেবা পৌঁছে দেওয়াই বিএসএনএল এর উদ্দেশ্য। প্রথম দিকে এই পরিষেবাটি শুধু সরকারি এজেন্সিরাই পাবে। সাধারন মানুষদের জন্য এই পরিষেবাটি একটু পরে শুরু করা হবে। এই পরিষেবার মাধ্যমে সেইসব অঞ্চলে ইন্টারনেট দেওয়া হবে যেখানে, নেটওয়ার্ক পাওয়া যায়না। এই জন্য INMARSAT এর মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি যে INMARSAT এর কাছে 14টি স্যাটেলাইট আছে।

BSNL এর এই পরিষেবাটি ডিজাস্টার, স্টেট পুলিশ, রেলওয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স আর অন্যান্য সরকারি এজেন্সির জন্য প্রথম ফেজে পাওয়া যাবে। এই পরিষেবা লঞ্চ এর সময় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা উপস্থিত ছিলেন।

সোর্সঃ 

Connect On :