digit zero1 awards

BSNL-এর নতুন ধামাকা প্ল্যান, দিচ্ছে 1275 GB ডেটা এবং 425 দিনের মেয়াদ

BSNL-এর নতুন ধামাকা প্ল্যান, দিচ্ছে 1275 GB ডেটা এবং 425 দিনের মেয়াদ
HIGHLIGHTS

বিএসএনএল তাদের এই প্ল্যানটিকে আবার নতুনভাবে আপডেট করেছে। এই প্ল্যানের দাম 1999 টাকা

BSNL তাদের গ্রাহকদের এই প্ল্যানে 1275 জিবি ডেটা অফার করছে

BSNl 1999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 365 দিনের জায়গায় 425 দিনের

টেলিকম সেক্টরে প্রাইভেট সংস্থাগুলিকে টেক্কা দিতে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাঁদের গ্রাহকদের জন্য বাজারে নিয়ে এসছে একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান। সংস্থা তার গ্রাহকদের এই প্ল্যানে 1275 জিবি ডেটা অফার করছে। পাশাপাশি প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 365 দিনের জায়গায় 425 দিনের। তবে আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে সবকিছু…

BSNL 1999 টাকার প্রিপেইড প্ল্যান

বিএসএনএল তাদের এই প্ল্যানটিকে আবার নতুনভাবে আপডেট করেছে। এই প্ল্যানের দাম 1999 টাকা। আপডেটের পর এই প্ল্যানে গ্রাহকরা পাবেন মোট 1,275GB ডেটা। সাথে থাকছে কলিং এবং SMS এর সুবিধা। শুধু এইটাই নয় প্ল্যানটির মেয়াদও বেশি পাওয়া যাবে। প্ল্যানের ভ্যালিডিটি থাকবে 365 দিনের জায়গায় 425 দিনের।

BSNL 1999 টাকার এই ধামাকা প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 3GB ডেটা পাবেন। এছাড়াও প্রতিদিন 100টি করে SMS ফ্রি আর 250 মিনিটের কলিং। পাশাপাশি গ্রাহকরা পাবেন 2 মাসের জন্য Eros Now এর ফ্রি সাবস্ক্রিপশন।

BSNL এর এই প্ল্যানের সাথে প্রতিযোগিতা হবে Vodafone এর 2,595 টাকার প্ল্যানের সাথে। আসুন সেগুলিও জেনে নেওয়া যাক…

Vi 2,595 টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানে 365 দিনের মেয়াদ রয়েছে। সাথে থাকছে 2GB ডেটা। দেশে যেকোনো শহরে কোনও নেটওয়ার্কে কল করার জন্য দেওয়া হবে আনলিমিডেট কলের সুবিধা। প্রতিদিন মিলবে 100টি SMS ফ্রি। এই প্ল্যানে গ্রাহকরা 'Weekend Data Rollover' এর সুবিধাও পাবে। পাশাপাশি থাকছে Vi Movies & TV এবং ZEE5 এর ফ্রি সাবস্ক্রিপশন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo