BSNL খুব তাড়াতাড়ি VoLTE’র সঙ্গে নিজেদের 4G পরিষেবা লঞ্চ করবে

BSNL খুব তাড়াতাড়ি VoLTE’র সঙ্গে নিজেদের 4G পরিষেবা লঞ্চ করবে
HIGHLIGHTS

Ultra News এর রিপোর্ট অনুসারে, BSNL তাড়াতাড়ি ভারতে তাদের 4G পরিষেবা শুরু করবে আর 17-18 ফাইনানশিয়াল ইয়ারে VoLTEও নিয়ে আসবে

Indian Telecom Service (ITS) অফিসার Anupam Shrivastava একটি রিপোর্টে বলেছেন যে, “BSNL খুব তাড়াতাড়ি ভারতে নিজেদের 4G পরিষেবা শুরু করবে আর 17-18 আর্থিক বর্ষে VoLTE ও নিয়ে আসবে” তিনি এও জানান যে টেল্কোএখনও প্রাইভেট টেলিকমের সঙ্গে ট্যারিফ টূ ট্যারিফ, প্ল্যান টূ প্ল্যান মার্চ করে চলছে। আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন

তবে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু আর কলকাতাতে টেল্কো 4G স্প্রেক্টাম সাপোর্ট করেনা।
জুলাইয়ের শেষে শ্রীবাস্তব বলেছিলেন যে কোম্পানির 4 পরিষেবা নিয়ে আসার জন্য 700 মেগাহার্টস ব্যান্ডে এয়ারওয়েজ দেওয়ার জন্য তারতারি সরকারের কাছ থেকে অনুমতি পেয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
কোম্পানি নিজের ব্রডব্যান্ড নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য আর ফুলপ্রুফ সার্ভিস দেওয়ার জন্য Rs 100 কোটি ইনভেস্ট করছে।
 
বিএসএনএল নিজের দূরসঞ্চার প্রতিযোগী ভারতী এয়ারটেল আর রিলায়েন্স জিওর ইনফোকম থেকে নিজের ব্যবহার না করা অপ্টিক ফাইবার শেয়ার করার জন্য 2017-18 সালে নেটওয়ার্ক অংশীদারি থেকে নিজের আয় দ্বিগুণ করার জন্য প্রায় 3,000 কোটি টাকার প্রোজেক্টের কথা বলেছে।

সোর্সঃ 

আজকের সেরা ডিল নিয়ে এল অ্যামাজন

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo