BSNL এই বছর অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানায় লঞ্চ করবে তাদের 4G পরিষেবা

BSNL এই বছর অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানায় লঞ্চ করবে তাদের 4G পরিষেবা
HIGHLIGHTS

প্রস্তাবিত নেটওয়ার্ক বাড়ানোর জন্য BSNL মোট, 1,150 গুলি 4G টাওয়ার বসাবে

টেলিকম অপারেটার BSNL জানিয়েছে এই আর্থিক বছরে অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানার কিছু বিশেষ সার্কেলে নিজেদের 4G পরিষেবা শুরু করেছে। প্রস্তাবিত নেটওয়ার্ক বিস্তার করার জন্য BSNL মোট 1,150 গুলি 4G টাওয়ার বসাবে আর এতে ইউজার্সরা বেশি স্পিডের ডাটা পাবে।

তেলেঙ্গানা টেলিকম সার্কেলের প্রধান এল অনন্তরাম বলেছেন যে, “BSNL এর গ্রাহকদের 4G পরিষেবা ভাল ডাটা স্পিড দেওয়ার জন্য 4 GSM এর বিস্তারে এক ভাগে মোট 1,150 গুলি (4G টাওয়ার) বসাতে হবে”।

তবে জানিয়ে রাখি যে সম্প্রতি পাওয়া খবর অনুসারে Nokia আপাতত Airtel আর BSNL এর সঙ্গে ভারতে 5G নেটওয়ার্ক নিয়ে আশার জন্য ভাবনা চিন্তা করছে। ইকনমিক টাইমস অনুসারে, Nokia 5G নেটওয়ার্ক ভারতে নিয়ে আসার জন্য Airtel আর BSNL এর সঙ্গে যোগাযোগ করেছে।

Nokia র এই চুক্তির ফলে ভারতে 5G টেলিকম নিয়ে আসা হবে বলে কোম্পানি দাবি করেছে। কোম্পানি 5G নেটওয়ার্ক ভারতে আনার জন্য পরিকল্পনাও করছে। 5G টেকনলজিকে কমার্শিয়াল ভাবে 2019-2020 সাল নাগাদ আনা হবে। Nokia এই জন্য ভারতে একটি এক্সপিরিয়ান্স স্টোরও তৈরি করবে। এই এক্সপিরিয়েন্স স্টোরটি ব্যেঙালুরুতে তৈরি করা হতে পারে।

সোর্সঃ 

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo