ভারতসঞ্চার নিগম লিমিটেড বা BSNL এবার তাদের তিনটি FTTH প্ল্যানের FUP লিমিট বৃদ্ধি করে তিনটি FTTH পরিকল্পনাতে 50GB FUP সীমা বাড়িয়েছে
ভারতে ডাটা যুদ্ধ এখনও চলছে আর এই যুদ্ধর দামামা ভারতে জিও আবির্ভাপের পরে শুরু হয়, এর সেই যুদ্ধ থামার বদলে ক্রমেই বেরে চলেছে। আর এবার এই যুদ্ধের অন্যতম বড় যোদ্ধা হিসাবে নিজেদের নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। আপনাদের বলে রাখি যে ভারতসঞ্চার নিগম লিমিটেড বা BSNL এবার তাদের তিনটি FTTH প্ল্যানের FUP লিমিট বৃদ্ধি করে তিনটি FTTH পরিকল্পনাতে 50GB FUP সীমা বাড়িয়েছে।
মানে এই যে এবার BSNL Fibro BBG ULD 1045 CS48, BSNL Fibro BBG ULD 1395 CS49 আর BSNL Fibro BBG ULD 1895 CS129 প্ল্যানে FUP লিমিট বারিয়ে তা যথাক্রমেঃ 1045টাকা, 1,395টাকা আর 1,895 টাকা হয়েছে। আর আপনাদের বলে রাখি যে 1045 টাকার প্ল্যানে 30Mbps. 1,395টাকার প্ল্যানে 40Mbps স্পিড আর শেষে প্রিমিয়াম 1,895টাকার প্ল্যানে গ্রাহকরা 50Mbps পর্যন্ত স্পিড পাবে আর এর সঙ্গে এক্সট্রা 50GB ডাটা পাওয়া যাবে।
আর এই ডাটার খবরের পরে আপনাদের এও জানিয়ে রাখি যে BSNL কলের যে ইউজার্সরা আনলিমিটেড কল BSNL নেটওয়ার্কেই পাবে। আর এছাড়া অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কল শুধু 10:30 p.m থেকে 6. a.m পর্যন্ত পাওয়া যাবে।
আর এছাড়া বর্তমান BSNL ইউজার্সরা ব্রডব্যান্ড গ্রাহকদের নিজেদের পরবর্তী মান্থলি টাকার ওপর FUP র সুবিধা পাবেন, আর নতুন গ্রাহকরা তাড়াতাড়ি এর সুবিধা পাবেন। জানা গেছে যে এই নতুন প্ল্যান এখন শুধু কেরালার সার্কেলে পাওয়া যাচ্ছে, কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সারা দেশে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।