BSNL তাদের হাই-স্পিড 4G ডাটা পরিষেবা শুরু করে দিল
By
Aparajita Maitra |
Updated on 12-Feb-2018
HIGHLIGHTS
আপাতত BSNLতাদের 4G পরিষেবা শুধু কেরলের কিছু অঞ্চলে শুরু করেছে আর কোম্পানি খুব তাড়াতাড়ি কেরলের অন্যান্য অঞ্চলেও এই পরিষেবা শুরু করবে
এবার বিএসএনএল কেরালাতে তাদের 4G পরিষেবা শুরু করে দিয়েছে। আপাতত কেরলের কিছু অঞ্চলে এই পরিষেবা শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানি কেরলের অন্যান্য জায়গাতেও এই পরিষেবা শুরু করে দেবে। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন
TelecomTalk এর একটি রিপোর্ট অনুসারে BSNL এর এই 4G পরিষেবা বর্তমান স্প্রেক্টম নির্ভর। এর মাধ্যমে 3G ইনেবেল্ড সিম কার্ডেও হাই-স্পিড 4G পরিষেবা ব্যবহার করা যাবে।
এই বছরের শেষ হতে হতে কোম্পানি তাদের 4G পরিষেবা কেরলের অন্যান্য অঞ্চলে লঞ্চ করে দেবে। আর আপনাদের এও বলে রাখি যে একজন টুইটার ইউজার্স BSNL এর 4G নেটওয়ার্কের স্পিড টেস্টের রেজাল্টও শেয়ার করেছে। আর এর সঙ্গে কোম্পানি একটি 67 টাকা দামের প্ল্যানও নিয়ে এসেছে।