BSNL এর 397 টাকা বা 398 টাকার প্রিপেইড প্ল্যান, কোনটি বেস্ট?
BSNL এর 397 এবং 398 টাকার প্ল্যানের মধ্যে কী পার্থক্য রয়েছে
BSNL-এর 397 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়
BSNL জানুয়ারি মাসে 90 দিনের 398 টাকার স্পেশ্যাল ট্যারিফ ভাউচার (STV) প্ল্যানটি চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ করেছিল
BSNL সম্প্রতি 365 টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যান আপডেট করেছিল। এখন এই প্ল্যানের দাম 397 টাকা করে দেওয়া হয়েছে এবং এতে প্রথম 60 দিনের জন্য 2 জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল এবং 60 SMS পাওয়া যাবে। সরকারী টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এর কাছে 398 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে যার সুবিধা 2021 পর্যন্ত নেওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক যে 397 এবং 398 টাকার প্ল্যানের মধ্যে কী পার্থক্য রয়েছে।
BSNL Rs 397 Prepaid Plan
BSNL-এর 397 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়। এই প্ল্যানে 2 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যায়। প্ল্যানের অভারঅল ভ্যালিডিটি 365 দিন অর্থাৎ এক বছরের। আপনি যদি এই প্ল্যান রিচার্জ করেন তবে আপনি প্রতিদিন বিনামূল্যে পার্সোনালাইজড রিং ব্যাক টোন (PRBT) এবং 100 SMS প্রতিদিন পাওয়া যাবে। তবে বলে দি যে 2 জিবি ডেলি ডেটা শেষ হওয়া পরে স্পিড কমে 80Kbps হয় যাবে। এই প্ল্যানে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। 365 দিনের ভ্যালিডিটি থাকা সত্ত্বেও আনলিমিটেড ভয়েস, ডেটা এবং PRBT সুবিধা প্রথম 60 দিনের জন্য পাওয়া যাবে। 60 দিন পরে ইউজাররা আনলিমিটেড ডেটা এবং কলিং বেনিফিট এর সুবিধা ভাউচার রিচার্জ করলে পেতে পারে।
BSNL Rs 398 Prepaid Plan
BSNL জানুয়ারি মাসে 90 দিনের 398 টাকার স্পেশ্যাল ট্যারিফ ভাউচার (STV) প্ল্যানটি চলতি বছরের জানুয়ারি মাসে লঞ্চ করেছিল। সংস্থা এই প্ল্যান এখন 8 জুলাই 2021 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যানে কোনও FUP লিমিট ছাড়াই আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড কলিং, 100 ফ্রি SMS-ও 30 দিনের জন্য অফার করা হয়। বলে দি যে বিএসএনএল জানিয়েছে প্রিমিয়াম নম্বর, আন্তর্জাতিক নম্বর এবং অন্যান্য চার্জযোগ্য শর্টকোডের জন্য এসএমএস বা ভয়েস বেনিফিটের সুবিধা পাওয়া যাবে না।