BSNL তাদের 241 STV ছাড়া অন্য প্রিপেড প্ল্যানে পরিবর্তন করেছে যার মধ্যে STV 198 আর STV 27 আছে, BSNL খুব তাড়াতাড়ি তাদের 4G পরিষেবা লঞ্চ করতে চলেছে
BSNL তাদের প্রোমোশনের জন্য 241 টাকার প্রিপেড ডাটা STV প্ল্যান রিভাইজ করেছে। আর এই বিষয়ে কোম্পানি কিছু ভাল বেনিফিটের সঙ্গে নিয়ে এসেছে। তবে STV 241 শুধু ডাটা প্ল্যান, আর এই প্ল্যানে ইউজার্সরা ভয়েস কল বা SMS বেনিফিট পাবেন না। আর এই প্ল্যান রিভাইজ করার পরে এবার BSNL তাদের এই প্ল্যানে 75GB 2G/4G ডাটা অফার করেছে। এই প্ল্যানটি 28 দিনের বৈধতা যুক্ত।
STV 241
রিভিসানের আগে ভারত সঞ্চার নিগম লিমিটেডের STV 241 প্ল্যানে মোট 7GB ডাটা পাওয়া যাচ্ছিল। আর এবার এই প্ল্যানে মোট 75GB ডাটা পাওয়া যাচ্ছে। আর যা আগের ডাটার থেকে অনেকটাই বেশি। ডাটা বেনিফিটে প্রতিদিন 2.5GB ডাটা পাওয়া যাবে। আর এর একটি ডাটা STV এই প্ল্যানে কলিং বা SMS য়ের সুবিধা পাওয়া যাবেনা।
এই অফারটি প্রোমোশনারের ওপর ভিত্তি করে আসবে আর এটি 10 সেপটেম্বর 2018 থেকে 5 ডিসেম্বর 2018 পর্যন্ত বৈধ। আর এখন BSNL এই পরিবর্তন শুধু কেরালা সার্কেলে করেছে তবে আগামী সপ্তাহের মধ্যে এই প্ল্যান অন্য সার্কেলেও কিছু পরিবর্তনের সঙ্গে আনা হতে পারে।
STV 198 আর STV 27
BSNL য়ের আরও একটি STV প্ল্যান 198 য়ের অফার করেছে যাতে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যায় আর এটি 28 দিনের জন্য বৈধ। আর এই STV 19 আগে প্রতিদিন 2.5Gb ডাটা দিত আর সঙ্গে 24 দিনের বৈধতা দিত। আর এবার এই প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে আর বৈধতা 28 দিনের হয়েছে।
STV 241 আর STV 198 য়ের সঙ্গে কোম্পানি এন্ট্রি লেভেলের STV 27 য়েও পরিবর্তন করেছে। BSNL য়ের এই প্ল্যানে এবার তিন দিনের জন্য 1.5GB 2G/3G ডাটা অফার করা হচ্ছে।