digit zero1 awards

Jio, Airtel এবং Vi কে টেক্কা দিচ্ছে BSNL এর 200 টাকার কমের এই প্ল্যান, মিলবে ডেটা সহ একগুচ্ছ অফার

Jio, Airtel এবং Vi কে টেক্কা দিচ্ছে BSNL এর 200 টাকার কমের এই প্ল্যান, মিলবে ডেটা সহ একগুচ্ছ অফার
HIGHLIGHTS

BSNL টেলিকম কোম্পানি 200 টাকার মধ্যে ইউজারদের 2GB ডেইলি ডেটা অফার করে

BSNL 100 টাকা দামের মধ্যে দুটি কম্বো প্যাক অফার করছে

রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া 200 টাকা বাজেটে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে

সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL ইউজারদের জন্য 200 টাকার মধ্যে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্যাকগুলি শর্ট টার্ম বেনিফিটের সাথে আসে। BSNL 187 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে 2GB ডেইলি ডেটা , ফ্রি ডেইলি 100 এসএমএস বেনিফিটের সাথে। এই প্ল্যানের সাথে এনজয় করা যাবে ফ্রি রিংটোন। অন্যদিকে BSNL 118 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 0.5 GB করে ডেইলি ডেটা, ফ্রি ডেইলি 100 এসএমএসের বেনিফিট এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।

BSNL 100 টাকা দামের মধ্যে দুটি কম্বো প্যাক অফার করছে। BSNL 97 টাকার প্যাকে পাওয়া যাবে কলিং বেনিফিটের সাথে ডেইলি 2GB করে ডেটা। ভ্যালিডিটি থাকবে 18 দিন। 99 টাকার BSNL প্যাকে ইউজারেরা পাবেন আনলিমিটেড ভয়েস কলের বেনিফিট। ভ্যালিডিটি থাকবে 22 দিন।

রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া 200 টাকা বাজেটে বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে। আসুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি-

রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার 199 টাকার প্রিপেইড প্ল্যান দেখে নিন একনজরে-

রিলায়েন্স জিও (Reliance Jio) 199 টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিও 199 টাকার প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 1.5GB করে ডেটা। প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। পুরো ভ্যালিডিটিতে মোট ডেটা পাওয়া যাবে 42GB । এই প্ল্যানে ভারতের যে কোনো নেটওয়ার্কে করা যাবে আনলিমিটেড কল। এছাড়া পাওয়া যাবে জিও টিভি, জিও নিউজ, জিও ক্লাউড এবং অন্যান্য জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

এয়ারটেল (Airtel) 199 টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে এয়ারটেল ইউজারেরা পাবেন ডেইলি 1GB করে ডেটা, মোট 24 দিনের জন্য। এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের সুবিধা। এই প্ল্যান আসছে অ্যামাজন প্রাইম মোবাইল এডিশন, Wynk মিউজিক এবং এয়ারটেল XStream অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সাথে।

ভোডাফোন আইডিয়া (Vi) 199 টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে Vi অফার করছে ডেইলি 1GB করে ডেটা, আনলিমিটেড কলের সুবিধার সাথে। পাওয়া যাবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট এবং Vi মুভিজ এবং টিভি অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) 149 টাকার প্রিপেইড প্ল্যান বনাম ভোডাফোন-আইডিয়া (Vi) 148 টাকার প্রিপেইড প্ল্যান-

রিলায়েন্স জিও (Reliance Jio) 149 টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে 1GB করে ডেইলি ডেটা। ভ্যালিডিটি রয়েছে 24 দিন। পাওয়া যাবে প্রতিদিন ফ্রি 100 এসএমএসের বেনিফিট। এছাড়া মিলবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

এয়ারটেল (Airtel) 149 টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে এয়ারটেল অফার করছে 2GB করে ডেইলি ডেটা মোট 28 দিনের জন্য। এই প্যাক আসছে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিটের সাথে। পাওয়া যাবে অ্যামাজন প্রাইম মোবাইল এডিশন, এয়ারটেল XStream এবং HelloTunes অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

ভোডাফোন-আইডিয়া (Vi) 148 টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে ডেইলি 1GB করে ডেটা, মোট 18 দিনের জন্য। এই Vi প্ল্যান আসছে আনলিমিটেড কলের সুবিধার সাথে ।

অন্যান্য প্রিপেইড প্ল্যান

ভোডাফোন-আইডিয়া (Vi) 20 দিনের ভ্যালিডিটির একটি প্রিপেইড প্ল্যান অফার করছে যা দেয় মোট 1GB ডেটা । এছাড়া 129 টাকার Vi প্ল্যানে ইউজারেরা পাবেন 2GB ডেটা, মোট 24 দিনের জন্য।
এয়ারটেলের 129 টাকা এবং 179 টাকার প্রিপেইড প্ল্যানে অফার করা হচ্ছে যথাক্রমে 1GB এবং 2GB করে ডেটা। প্ল্যানদুটির ভ্যালিডিটি রয়েছে 24 দিন এবং 28 দিন। আসবে অ্যামাজন প্রাইমের ফ্রি অ্যাক্সেসের সাথে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo