BSNL 197 rs reccharge plan for 70 days validity and unlimited benefits check details
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করে। সরকারী টেলিকম কোম্পানি 365 দিনের ভ্যালিডিটি সহ একটি আরও সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। এতে গ্রাহকরা একগুচ্ছ ডেটা পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যানটি আনলিমিটেড প্ল্যান হিসেবে চালু করেছে। নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে বিএসএনএল তার X (টুইটার) এ পোস্ট করে জানিয়েছে।
বিএসএনএল তার X প্ল্যাটফর্ম থেকে 365 দিনের নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে জানিয়েছে। কোম্পানির মতে গ্রাহকরা 365 দিন পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। বিএসএনএল এর নতুন রিচার্জ প্ল্যানের দাম 1515 টাকা।
আরও পড়ুন: 4000 টাকা সস্তা হল 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সহ iQOO ফোন, লিমিটেড টাইম অফার
এই প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাবেন। 2 জিবি ডেটা শেষ হওয়ার পরও ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। তবে স্পিড কমে 40kbps হয় যাবে। এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে, যারা দীর্ঘ ভ্যালিডিটি সহ প্রতিদিন ডেটা প্রয়োজন হয়।
রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো বছরের জন্য 730 জিবি ডেটা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধাও থাকছে। তবে ডেটা, কলিং ছাড়া এতে প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে।
এই দামে এর চেয়ে সস্তা এবং একগুচ্ছ বেশি সুবিধা সহ প্ল্যান আপাতত কোনো প্রাইভেট টেলিকম কোম্পানির কাছে নেই।
এয়ারটেল এর 2499 টাকার প্রিপেইড প্ল্যান কোম্পানির 365 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সহ 3600 ফ্রি SMS পাবেন। ডেটার ক্ষেত্রে, এতে মাত্র 30 জিবি ডেটা পুরো বছরের জন্য দেওয়া হবে।
রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা 365 দিনের সহ প্ল্যান 3599 টাকায় আসে। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা সহ পুরো ভ্যালিডিটিতে মোট 912.5 জিবি ডেটা দেওয়া হবে। এছাড়া সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 ফ্রি SMS ও দেওয়া হয়। এই প্ল্যানের সাথে Jio Cinema, Jio TV এবং Jio Cloud এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: Airtel এর 100 টাকার কম দামের এই 7 রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ সবচেয়ে সস্তা 11 টাকার রিচার্জ