সরকারী টেলিকম কোম্পানি BSNL বাজারের অন্য টেলিকম কোম্পানি Jio, Airtel এর তুলনায় গ্রাহকদের সস্তা দামের রিচার্জ প্ল্যান অফার করে। BSNL এর কাছে এমন অনেক প্ল্যান আছে যা কম খরছে একাধিক সুবিধা অফার করে। এমনই একটি প্ল্যান রয়েছে কোম্পানির কাছে যা 147 টাকায় আসে।
BSNL এর এই প্ল্যানটি 147 টাকায় আসে। এটি একটি স্পেশাল ট্যারিফ ভাউচার (STV)। এই প্ল্যানে গ্রাহকরা 1 মাসের মেয়াদ পাবেন। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা। তবে আসুন জেনে নেওয়া যাক আর কী সুবিধা পাওয়া যাবে এই রিচার্জে।
আওর পড়ুন: BSNL এর বাম্পার প্ল্যান, মাত্র 49 টাকায় দেখুন 7 OTT অ্যাপ
BSNL এর 147 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে 30 দিনের মেয়াদ পাওয়া যাবে। এর সাথে গ্রাহকদের মোট 10GB ডেটা দেওয়া হচ্ছে, যা ইচ্ছা মতো ব্য়বহার করা যেতে পারে। শুধু, ডেটাই নয়, এতে আনলিমিটেড কলিং এবং ফ্রি BSNL টিউন পাওয়া যাবে। তবে বলে দি যে এই প্ল্যানে গ্রাহকদের কোনো SMS সুবিধা দেওয়া হবে না।
Jio এর কাছে 149 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্রিপেইড প্ল্যান মোট 20 দিনের মেয়াদ দেওয়া হয়ে। এর পাশাপাশি, এতে মোট 1GB ডেটা অফার করা হয়। এতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যাবে।
আওর পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Moto Edge 40 ফোনের দাম, 23 মে ভারতে করবে এন্ট্রি
BSNL প্ল্যানের তুলনায় জিও-এয়ারটেল এর রিচার্জ 2 টাকা বেশি দামি। এর পাশাপাশি রয়েছে কম ডেটাও। সেই হিসাবে BSNL কম খরচে গ্রাহকদের বেশি সুবিধা এবং ডেটা অফার করছে।