BSNL তাদের 525 টাকা আর 725 টাকার পোস্টপেড প্ল্যানে পরিবর্তন করেছে আর ডাবালের থেকেও বেশি ডাটা পাওয়া যাচ্ছে

Updated on 07-Feb-2019
HIGHLIGHTS

BSNL য়ের দুটি পোস্টপেড প্ল্যানে পরিবর্তন করা হয়েছে আর এই দুটি প্ল্যান হল 525 টাকা আর 725 টাকা আর এবার এতে বেশি ডাটা অফার করছে

BSNL তাদের 525 টাকা আর 725 টাকার পোস্টপেড প্ল্যানে পরিবর্তন করেছে। আর কোম্পানি তাদের এই দুটি প্ল্যানে পরিবর্তন করেছে। আর এবার 525 টাকার পোস্টপেড প্ল্যানে এবার BSNL প্রতিমাসে 40GB ডাটা অফার করেছে আর এবার এর আগে এই প্ল্যানে শুধু 15GB ডাটা দেওয়া হচ্ছে। আর এই ভাবে 725 টাকার পোস্টপেড প্ল্যানে এবার 50GB ডাটা পাওয়া যাচ্ছে। আর কোম্পানির 499 টাকার প্ল্যানে ইউজার্সরা প্রতিমাসে 45GB ডাটা পাচ্ছেন আর এবার 525 টাকা আর 725 টাকার প্ল্যানের থেকে তা ভাল।

BSNL য়ের 499 টাকার পোস্টপেড প্ল্যান কিছু বাছাই করা সার্কেলে পাওয়া যাচ্ছে তবে 525 টাকার আর 725 টাকার প্ল্যান BSNL য়ের সব সার্কেলে পাওয়া যাচ্ছে। আর সারা দেশে এই প্ল্যানে পরিবর্তন করা হয়েছে আর এতে সব জায়গাতেই প্রভাব দেখা গেছে। BSNL এবার নিজেদের প্রিপেড প্ল্যানের জন্য যথেষ্ট জনপ্রিয় আর পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রে অত জনপ্রিয় না হওয়ায় এবার তাদের এই দিকেও আসতে দেখা গেছে।

525 টাকার প্ল্যানে মোট 40GB ডাটা অফার করা হচ্ছে আর 725 টাকার পোস্টপেড প্ল্যানে ইউজার্সরা মোট 50GB ডাটা পাচ্ছেন। আর এই দুটি প্ল্যান কোম্পানি 399 টাকা আর 799 টাকার পোস্টপেড প্ল্যানের মধ্যে আছে আর যা 30GB আর 60GB ডাটা অফার করছে। তবে এই দুটি প্ল্যানে ডাটা ক্যারি ফরোয়ার্ড অপশান নেই।

ডাটা বেনিফিট ছাড়া 525 টাকার আর 725 টাকার পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং আর প্রিতিদিনের 100 টি SMS আছে আর এতে কোন FUP লিমিট নেউ। আর এই প্ল্যানে ইউজার্সরা এক বছরের জন্য 999 টাকার অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশানও পাবেন। আর BSNL এবার ভারতী এয়ারটেলের আর ভোডাফোন আইডিয়া মোট 75GB ডাটা অফার করে। আর এই দুটি প্ল্যানে

Connect On :